পার্টিতে গিয়ে গ্রেফতার ইরানি ফুটবলাররা
ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে গতকাল রাতে পুরো বিশ্বজুড়েই ছিল বেশ উন্মাদনা। উল্লাসে মেতেছিলেন ইরান জাতীয় দলের কয়েকজন ফুটবলারও। তবে এই পার্টিই কাল হয়ে দাঁড়ালো তাদের জন্য। নতুন বছরের আগের দিন রাতে গ্রেফতার হয়েছেন তেহরানের একটি ক্লাবের সাবেক ও বর্তমান বেশকিছু খেলোয়াড়।
গ্রেফতার হওয়া কারো নাম এখনও জানা যায়নি। ইরানের এক সংবাদমধ্যম জানিয়েছে, শনিবার রাতে তেহরানের নামিদামি এক ক্লাবের বেশকিছু খেলোয়াড়কে গ্রেফতার করেছে শহরটির পুলিশ। তবে গ্রেফতার হওয়া কারো পরিচয়ই জানায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, ইরানের হয়ে বিশ্বকাপে খেলা একাধিক ফুটবলারও আছেন এই তালিকায়।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্ষবরণের পার্টিতে মদ পান ও নারীদের সঙ্গে নাচগান করেছেন ফুটবলাররা। ইরানের আইন বলছে, শুধুমাত্র অমুসলিমরাই মদ পান করতে পারবে দেশটিতে। সেটাও হতে হবে শুধু ধর্মীয় কারণেই। তাই মুসলিম হয়ে মদ পান এবং নাচগানের অপরাধে গ্রেফতার করা হয়েছে ফুটবলারদের।
এবারের বিশ্বকাপের সময় ইরানে নারীদের ওপর চলা অত্যাচারের প্রতিবাদ করেছিলেন দেশটির ফুটবলাররা। প্রথম ম্যাচে তারা জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি। জবাবে কড়া শাস্তির হুমকি দিয়ে রেখেছিল দেশের সরকার। পরে জানা যায়, ফুটবলার আমির নাসের-আজাদানি এবং আরও দুই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হতে পারে। অনেকের মতে, বিশ্বকাপের সময় ইরান ফুটবলারদের প্রতিবাদের কারণে এই গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে দেশটির সরকার।
বিজ্ঞাপন
তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদ ইরানে এখনও দেশজুড়ে হিজাব-বিরোধী প্রতিবাদ চলছে। সে রকমই একটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন আমির। স্থানীয় মানুষের সঙ্গে সংঘর্ষে ইরানের সেনাবাহিনীর কলোনেল এস্মায়েল চেরাঘি এবং আরও দুই সেনার মৃত্যু হয়। সেই মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে আমিরকে। সেই প্রতিবাদে আমিরের উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, স্লোগান দেওয়া ছাড়া আমির আর কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সেনাবাহিনীর তিন কর্মীর মৃত্যুর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।
এনইআর