পুলিশে আটকে গেল আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চতুর্থ রাউন্ড চলছে। চতুর্থ রাউন্ডে লিগের সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী হোঁচট খেয়েছে। শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা আবাহনীর সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছে পুলিশ ফুটবল ক্লাব।
এই ড্রয়ে বসুন্ধরা কিংসের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে গেল আবাহনী। ৪ ম্যাচে বসুন্ধরা কিংস ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ৮।
বিজ্ঞাপন
১২ মিনিটে বক্সের বাইরে থেকে পুলিশের ফুটবলার রবিউলের স্পট কিক বক্সে পেয়ে হেড নিয়েছিলেন তার সতীর্থ। বল গ্রিপ করে দলকে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ৪৩ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে পুলিশের মালিকভের লং পাস বক্সের ডান প্রান্ত থেকে জোড়ালো ক্রস করেছিলেন জিয়া।
গোল লাইনের কাছ থেকে দারুণ দক্ষতায় বল ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার রেজা। প্রথমার্ধের শেষ মিনিটে সব থেকে বড় সুযোগটি হাতছাড়া করে পুলিশ ফুটবল ক্লাব। ড্যানিয়েল কলিন্ড্রেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন মরিও। ডান প্রান্ত থেকে দারুণ একটা বল বানিয়ে দিয়েছিলেন তিনি। শুধু ফাইনাল টাচ দিতে পারলেই গোল নিশ্চিত ছিল। প্রথমার্ধে অন্তত দু’টি গোলের সুযোগ হাতছাড়া করে ঢাকা আবাহনীও।
বিজ্ঞাপন
৫৯ মিনিটে ডান প্রান্ত থেকে কলিন্ড্রেসের কর্ণার থেকে উড়ে আসা বল পোস্টের কাছ থেকে হেড নিয়েছিলেন বদলী ফুটবলার এলিটা কিংসলে। সেটিও চলে যায় পোস্টের বাইরে। আবাহনীর আরও একটি সহজ সুযোগ নষ্ট হয়। ৮৯ মিনিটে বক্সের সামান্য দূরেই ফ্রি কিক পায় পুলিশ। মালিকভের স্পট কিক ফিরিয়ে দেন শহীদুল আলম সোহেল। ৯০+১ মিনিটে বা প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের যোগান দেয়া বল বক্সে পেয়ে ডান পায়ে শট নেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। বল চলে যায় মাঠের বাইরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এর আগে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে আবাহনীর কাছে হেরে যায় পুলিশ।
একই দিনে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে আজমপুর এফসি উত্তরাকে ১-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রহমতগঞ্জের একমাত্র গোলটি করেন হিনেসট্রোজা।
এজেড/এটি