বিনা প্রতিদ্বন্দ্বিতায় খো খো তে সাধারণ সম্পাদক নির্বাচিত ফজলুর রহমান বাবুল (ওপরে বামে), কুস্তিতে তবিউর রহমান পালোয়ান (ওপরে ডানে), রোইংয়ে হাজী খোরশেদ আলম (নিচে বামে) ও কাবাডিতে হাবিবুর রহমান (নিচে ডানে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

দেশের ক্রীড়াঙ্গনে অনেক সময় খেলাধূলার চেয়ে নির্বাচন আকর্ষণীয় হয়ে উঠে। বিশেষ করে দেশের তিন জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট ও হকি ফেডারেশনের নির্বাচন সময় জটিল ও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই তিন ফেডারেশনের বাইরে অন্য ফেডারেশনগুলোতে নির্বাচন নিয়ে খুব একটা আলোচনা হয় না। ফলে অনেক ফেডারেশনে অ্যাডহক কমিটি, মেয়াদ উত্তীর্ণ কমিটি আবার অ্যাডহকের উপর অ্যাডহক কমিটির ঘটনাও ঘটে। 

বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নির্দিষ্ট সময়ে ফেডারেশনগুলোর নির্বাচন আয়োজনের পক্ষে। করোনার কারণে অনেক ফেডারেশনের নির্বাচন স্থগিত ও অ্যাডহক কমিটি দিয়ে চললেও এখন চলছে ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনী মৌসুম। 

সাম্প্রতিক সময়ের মধ্যে সাতার, রোইং, কুস্তির নির্বাচন হয়েছে। খো খো, কাবাডি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া চলছে। ভলিবল, সাইক্লিং ফেডারেশনের জন্য নির্বাচন কমিশন গঠন হয়েছে। খুব শীঘ্রই নির্বাচনী প্রজ্ঞাপন ঘোষণা করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
 
গত বৃহস্পতিবার ছিল জাতীয় খেলা কাবাডির নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের দিন। ২৪ কার্যনির্বাহী পদের বিপরীতে অধিক মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। কাবাডি ফেডারেশন অনেক দিন যাবৎ অ্যাডহক কমিটি দিয়ে চলছে। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর রহমানও নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। পদের বিপরীতে প্রার্থী না থাকায় তিনি নির্বাচিত সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক কাউন্সিলরশীপ বা ভোটাধিকার পান। হাবিবুর রহমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হওয়ায় তাকে অন্য সংস্থার কাউন্সিলরশিপ নিতে হয়েছে। 

কাবাডির মতো অন্য নির্বাচনগুলোতেও একই চিত্র। কার্যনির্বাহী কমিটির বিপরীতে একাধিক প্রার্থী পড়েনি কোনোটাতেই। সাঁতার, রোইং, কুস্তির মতো খো খোতেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্য ফেডারেশনগুলো মূলত সাধারণ সম্পাদক নির্ভর। সাম্প্রতিক নির্বাচনের আগের সাধারণ সম্পাদকরাই পুনরায় নির্বাচিত হয়েছেন। সাঁতারে এমবি সাইফ, রোইংয়ে খোরশেদ আলম, কুস্তিতে তবিউর রহমান পালোয়ান, খো খো তে ফজলুর রহমান বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাবাডিতে হাবিবুর রহমানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে যাচ্ছেন। 

এজেড/এটি