সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তবে, অল স্টার দলকে সমতায় ফিরিয়েছেন দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামের ম্যাচে ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে অল স্টার একাদশকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা ১-১ গোলের সমতায় রয়েছে।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অল স্টার একাদশ। তবে বল দখলে আধিপত্য দেখিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পেয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। তাই ফলাফলও এসেছে। ৩৪ তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে আচরণবিধি ভাঙায় রোনালদোকে নিষেধাজ্ঞা দিয়েছিল লিগ কর্তৃপক্ষ। তাই নতুন ক্লাবে যোগ দিয়ে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। আজকের ম্যাচ দিয়েই সৌদিতে অভিষেক হয়েছে এই তারকার। খেলছেন অল স্টার দলটির অধিনায়ক হিসেবে।

এনইআর/এমএ