পিএসজির বিপক্ষে অল স্টারের ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও মাঠে নামলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাঠে নেমেই চমক দেখালেন পর্তুগিজ মহাতারকা। তার পায়ের জাদুতেই শক্তিশালী পিএসজির বিপক্ষে দুইবার পিছিয়ে গিয়েও সমতায় ফিরেছে রিয়াল অল স্টার একাদশ।

সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছে পিএসজি। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামের ম্যাচে বিরতির আগ পর্যন্ত খেলা ২-২ গোলে সমতায় রয়েছে।

অল স্টারদের হয়ে প্রথমার্ধের দুটি গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যদিও প্রথম গোলটা এসেছে স্পটকিক থেকে। অন্যদিকে পিএসজির হয়ে একটি গোল করেছেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি এসেছে মারকুইনহোসের পা থেকে।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অল স্টার একাদশ। তবে বল দখলে আধিপত্য দেখিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পেয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। তাই ফলাফলও এসেছে। ৩৪ তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো। 

৩৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার হুয়ান বার্নেট। ফলে ১০ জনের দলে পরিনত হয়ে যায় পিএসজি। কিন্তু একজন কম নিয়েই ৪ মিনিটের মাথায় আবারও লিড নেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

৪৩তম মিনিটে এমবাপের ক্রস থেকে জালে বল জড়ান মারকুইনহোস। কিন্তু পিএসজিকে লিড ধরে রাখতে দেননি রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে গিয়েছে দুদল।

এনইআর/এমএ