সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। বাফুফে ভবনের পাশে অবস্থিত এই ক্লাবের আঙিনায় বিকেল বেলায় ফুটবল নিয়ে মেতে উঠেন সাবেক ফুটবলাররা। এদের মধ্যে অন্যতম হানিফ রশিদ ডাবলু। 

সোনালী অতীত ক্লাবের হয়ে খেলতে ভারতের জলপাইগুড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সবার প্রিয় ডাবলু। মেরিকো এ্যাগ্রো গোল্ডকাপ নকআউট ভেটেনার্স ফুটবল টুর্নামেন্টে খেলাবস্থায় আজ হৃদরোগে আক্রান্ত হন ডাবলু। এর কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কয়েক বছর আগে চট্টগ্রামে সাবেক ফুটবলারদের এক খেলায় এভাবে বিদায় নিয়েছিলেন মসীহ সালাম। মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন ডাবলু।

তিনি আরামবাগ, রহমতগঞ্জ, ফকিরেরপুল সহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। সাবেক এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে ফুটবলাঙ্গনে গভীর শোকের ছায়া নেমেছে। সোনালী অতীত ক্লাব, বাফুফে পৃথক পৃথক শোকবার্তা দিয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েকে রেখে গেছেন। 

এজেড