প্রথমার্ধেই লাল কার্ড দেখে ১০ জনের দলের পরিণত হয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবুও লড়াই ছেড়ে দেয়নি দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে উসমানে ডেম্বেলের গোলে তৈরি হয় ব্যবধান। কোয়ার্টার ফাইনালে সোসিয়েদাদকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠল বার্সেলোনা।

ক্যাম্প ন্যু স্টেডিয়ামে বুধবার রাতের কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির পর একমাত্র জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধেই বেশকিছু ভালো আক্রমণ শানায় বার্সা। বল দখলের লড়াইয়েও আধিপত্য ছিল কাতালানদের। তবে সুযোগ তৈরি করেও এ অর্ধে জালের দেখা পায়নি বার্সা। 

বার্সেলোনার ভাগ্য খুলে মূলত ম্যাচের ৪০তম মিনিটে। সার্জিও বুসকেটসকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। 

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুল কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন ডেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা সোসিয়েদাদ পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

এনইআর