আবাহনী - মোহামেডান ম্যাচ নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কত ঘটনা। কালের বিবর্তনে সেই ম্যাচে এখন আর তেমন রোমাঞ্চ নেই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ দুই দলের দ্বৈরথে ঢাকা আবাহনী জিতেছে। দুই অর্ধে দুটি গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছে তারা। 

ঢাকা আবাহনী সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। পরবর্তী ম্যাচ জিতলে আবাহনীর সঙ্গে হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের ব্যবধান থাকবে ৬ পয়েন্ট।  

ঢাকা মোহামেডানের এবার মৌসুমে তিন প্রতিযোগিতার দুটি জেতার লক্ষ্য ছিল। স্বাধীনতা কাপে মোহামেডান ফাইনাল খেলতে পারেনি। লিগে ৬ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট মাত্র ৬। টেবিলে তাদের পজিশন ৮। 

আজ কুমিল্লায় ১২ মিনিটে লিড নেয় ঢাকা আবাহনী। প্রথমার্ধে ১-০ গোলের লিড ছিল। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। শেষ পর্যন্ত ২-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। 

এজেড/এনইআর