ভারতের প্রেমে পড়ে গেলেন জামাল ভুঁইয়া
আগামীকাল চার্চিল ব্রাদার্সের বিপক্ষে জামাল ভূইয়ার কলকাতা মোহামেডানের হয়ে শেষ ম্যাচ। জামাল ভূইয়া কলকাতা মোহামেডান ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হলেও বাংলাদেশের অধিনায়কের কাছে দুই দেশের সাংবাদিকরা তার ক্যারিয়ার, দুই দেশের ফুটবল মান সহ নানা প্রশ্ন করেছেন।
অনেক দিন পর বাংলাদেশের ফুটবলার দেশের বাইরের লিগ খেলছে। কলকাতা মোহামেডানও বেশ সন্তুষ্ট জামালের পারফরম্যান্সে। জামালও খুশি কলকাতা মোহামেডানের উপর, ‘কলকাতা মোহামেডানের মতো দলে থাকতে পেরে আমি গর্বিত। এখানে দারুণ সময় কেটেছে।’ উভয় পক্ষই সন্তুষ্ট। আবার কলকাতা মোহামেডান বা ভারতের ক্লাব থেকে প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলে জানিয়েছেন জামাল ভূইয়া, ‘অবশ্যই। কেন নয়। ভালো প্রস্তাব হলে আসব। তবে ভবিষ্যতে কি হয় সেটা এখনই বলা যায় না।’ ভারতীয় ফুটবলের প্রেমে পড়ে গেলেন তিনি।
বিজ্ঞাপন
জামালকে কালকের ম্যাচের পর আর পাবে না কলকাতা মোহামেডান। ক্লাবের কোচ শঙ্করলাল তাকে খুব মিস করছেন, ‘সে আমাদের অন্যতম নেতা এর পাশাপাশি দারুণ একজন মানুষ। দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে। শুভকামনা রইল। আমরা তাকে অনুভব করব।’
জামাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলে একটা টিম ছিলাম। সার্বক্ষণিক আমাদের সবার সাথে যোগাযোগ ছিল। আমরা এতই ঘনিষ্ঠ ছিলাম যেটা প্রকাশ করার মতো না।’ ঢাকা পোস্টের প্রতিবেদকের প্রেরিত প্রশ্নে বিপিএল ও আই লিগের মান সম্পর্কে জামাল বলেন, ‘আমি সেভাবে খুব বেশি পাথর্ক্য দেখি না। দুই দেশের লোকাল খেলোয়াড় একই রকম।’
বিজ্ঞাপন
চার্চিল ব্রাদার্স ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে। কলকাতা মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। আই লিগে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আগামী মৌসুমে খেলার সম্ভাবনা নেই মোহামেডানের। এরপরও মোহামেডানের হয়ে এই লিগে নিজের শেষ ম্যাচে সতর্ক থাকতে চান জামাল, ‘অনেক কঠিন ম্যাচ হবে। তারা ট্যাকনিক ও ট্যাকটিস উভয় দিকে ভালো। আমাদের খুব সতর্ক থাকবে। এখনও সব শেষ হয়ে যায়নি আমাদের।’
এজেড/এটি/এনইউ