ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল সৌদি আরবে অনুশীলন করবে। গতকাল মধ্যরাতে দলের একাংশ গিয়েছে। আজ যাচ্ছেন বাকিরা। আজ যাওয়া অন্যদের চেয়ে এলিটা কিংসলের অনুভূতিটি একটু ভিন্ন।

নাইজেরিয়ান নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হয়েছেন। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা তার স্বপ্ন। বছর দেড়েক আগে সাফ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনও করেছিলেন। শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পাননি।

এবার বাংলাদেশ দলের হয়ে দেশের বাইরে যাচ্ছেন। তাই তার অনুভূতিটা অন্য রকম, 'বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশি হিসেবে ভারতে খেলেছি। কিন্তু জাতীয় দলের হয়ে এটাই প্রথম দেশের বাইরে যাওয়া। তাই এই দিনটি আমার জন্য অবশ্যই বিশেষ। আমার পুরো মনোযোগ ভালো খেলে একাদশে জায়গা পাওয়া।'

আজ সৌদি আরবগামী দলের সঙ্গে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াও। তিনি আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন। শেখ রাসেল ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় তার আর্জেন্টিনায় খেলার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাচ্ছে। শেখ রাসেলের ছাড়পত্রের জন্য জামাল নানা জনের কাছে দৌড়ঝাপ করেছেন। শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফলতার মুখ দেখেনি।

গতকাল সৌদি আরব রওনা হওয়া বসুন্ধরা কিংসের ফুটবলার, হেড কোচ, ট্রেইনাররা ইতোমধ্যে মদীনায় পৌছে গেছেন। আগামীকাল দলের বাকি অংশ যোগ দিলে অনুশীলন শুরু হওয়ার কথা।

এজেড/এইচজেএস