ঘরোয়া ফুটবলের চলতি মৌসুম চলছে একটু ব্যতিক্রমভাবেই। আন্তর্জাতিক আদলে লিগের মধ্যে চলছে টুর্নামেন্ট। সেই আঙ্গিকে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। আজকের লিগ কমিটির সভায় ফেডারেশন কাপের ভেন্যু ও অবশিষ্ট ফিকশ্চারও চূড়ান্ত করা হয়। 

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ ৩০ মে অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এর আগে টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কুমিল্লা ও গোপালগঞ্জ ভেন্যুতে। কোন ভেন্যুতে কোন ম্যাচ সেটা ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গোপালগঞ্জে এবং দ্বিতীয় সেমিফাইনাল কুমিল্লায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের সূচিও চূড়ান্ত হয়েছে আজকের সভায়। সভা শেষে লিগ কমিটির অন্যতম সদস্য এবং বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘লিগের অবশিষ্ট সূচি আজ চূড়ান্ত হয়েছে। তবে মাঝপথে জুনের ফিফা উইন্ডো এবং সাফের জন্য লিগে বিরতি থাকবে। সবমিলিয়ে লিগ সমাপ্ত হবে জুলাইয়ে।’

ঘরোয়া প্রতিযোগিতা এবার পহেলা বৈশাখের দিনও অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগ ৭ এপ্রিল শুরু হয়ে ২০ জুলাই সমাপ্ত হওয়ার কথা রয়েছে। 

এজেড/এএইচএস