কলকাতায় বিদায়ী মঞ্চে সুখবরও পেলেন জামাল
আজ (বুধবার) দুপুরটা জামাল ভূঁইয়ার জন্য ছিল ভিন্ন রকম। ১৩০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ক্লাবের বিশেষ অনুষ্ঠানে মূল চরিত্রে বাংলাদেশের অধিনায়ক। ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দানিশ ইকবাল তাকে উত্তরীয় পড়িয়ে দেন। এছাড়া দিয়েছেন স্মারকসহ আরও কিছু উপহার।
এত কিছু করেও যেন তৃপ্ত নন কলকাতা মোহামেডানের এই সাধারণ সম্পাদক, ‘আমরা জামালকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। করোনা পরিস্থিতি না হলে হয়তো আরো বড় আয়োজন করতাম। এখনো লিগের দুইটি ম্যাচ রয়েছে। এর মধ্যেও খানিকটা স্বল্প আকারে জামালকে সম্মান দিলাম।’
বিজ্ঞাপন
জামালের এই সম্মাননা শুধু জামাল ও কলকাতা মোহামেডান নয় দুই দেশের এক সেতুবন্ধন হিসেবে দেখছেন এই কর্মকর্তা, ‘বাংলাদেশ ও ভারতের ফুটবল ঐতিহ্য অনেক দিনের। বাংলাদেশ ও ভারত দুই দেশ স্বাধীন হওয়ার আগে থেকে কলকাতা মোহামেডান ও ঢাকা মোহামেডানের সম্পর্ক। আমরা চাই এই সম্পর্ক থাকুক অটুট।’
জামাল ভূঁইয়া এই জমকালো বিদায়ে খুবই অভিভূত, ‘এভাবে সম্মানজনক বিদায় পাব ভাবিনি। কলকাতা মোহামেডানের অবশিষ্ট দুই ম্যাচের জন্য শুভ কামনা থাকল।’ বিদায় বেলায় অবশ্য কলকাতা মোহামেডান জামালকে একটা অনুরোধও জানিয়েছে, ‘প্রয়োজনে ডাকলে আবার এসে খেলে দিতে হবে।’ -বলেছেন দানিশ ইকবাল। মানে সুখবর নিয়েই ফিরছেন জামাল।
বিজ্ঞাপন
আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেন বাংলাদেশ অধিনায়ক। আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে। এরপর ২২ মার্চ কাঠমান্ডুতে যাবেন ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে এসে সাইফ স্পোর্টিংয়ের হয়ে লিগের দ্বিতীয় লেগ খেলার কথা জামাল ভূঁইয়ার।
এজেড/এটি/এমএইচ