জাতীয় ফুটবল দলের ক্যাম্পে কোচ হ্যাভিয়ের ক্যাববেরা ২৭ জন ফুটবলারকে ডেকেছিলেন। দুই ধাপে সৌদি আরবে গিয়েছিলেন ২৫ জন ফুটবলার। কিন্তু সে সময় পাসপোর্ট জটিলতায় রবিউল ও ইব্রাহিম সৌদিতে যেতে পারেননি। দেশের বাইরে ক্যাম্প শেষে ফেরার পর তাদের সঙ্গে যোগ দিয়েছেন ওই দু’জন। 

সৌদি আরবে জামালরা ১২ দিন ক্যাম্প করে দেশে এসেছেন। এরপর রবিউল ও ইব্রাহিম গতকাল থেকে দলের অংশ হয়েছেন। আজ (১৮ মার্চ) থেকে সিলেটে আবার অনুশীলন শুরু করবেন তারা। 

১২ দিন অনুশীলন করা ২৫ ফুটবলার এক ধরনের ছন্দে রয়েছেন। তাদের সঙ্গে নতুন ২ জন কিভাবে মানিয়ে নেবেন এই প্রসঙ্গে জাতীয় দলের সহকারি কোচ হাসান আল মামুন বলেন, ‘তাদেরকে হেড কোচ দেখতে চান। তারা যদি দলের ছন্দের সঙ্গে নিজেদের মেলাতে পারলে থাকবেন। তাল মেলাতে না পারলে যে কোনো সিদ্ধান্ত নেবেন কোচ।’

আরও পড়ুন : ‘১:১ বেশি উপভোগ করতাম’

ইব্রাহীম ও রবিউল জাতীয় দলে এবারই প্রথম নয়। দেশের বাইরেও তারা একাধিক ম্যাচ খেলেছেন। পাসপোর্টের মেয়াদ শেষে নবায়ন করাননি তারা। ফেডারেশন থেকে তাগিদ দিলেও তারা গুরুত্ব দেননি। পরবর্তীতে জাতীয় দলে ডাক পাওয়ার পর দ্রুত নবায়ন করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে খানিকটা অমিল থাকায় জটিলতা বাধে। সেই জটিলতা নিরসন হয় যখন সৌদি আরব থেকে দল ফিরে আসার প্রস্তুতি নেয়।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্যাম্পে পাসপোর্ট সমস্যা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্লাব পর্যায়ে লাখ লাখ টাকা আয় করা ফুটবলাররা নিজ খরচে পাসপোর্ট প্রস্তুত রাখতে চরম উদাসীনতা দেখান। এ বিষয়ে ফেডারেশনের আরও তদারকি বাড়ানো উচিত বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা। 

এজেড/এএইচএস