বাংলাদেশ অ-২১ হকি দল মে মাসে ওমানে জুনিয়র এশিয়া কাপ খেলবে। সেই টুর্নামেন্টের জন্য কোচ মামুনুর রশীদের অধীনে অনুশীলন করছে বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে জুনিয়র হকি বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। তাই হকি ফেডারেশন এই দলকে ভালোমতো প্রস্তুত করতে চায়।
 
উন্নত প্রস্তুতির লক্ষ্যে জুনিয়র হকি দলকে ভারত পাঠাবে হকি ফেডারেশন। ভারতে দল পাঠানোর জন্য আজ সরকারি আদেশপত্র পেয়েছে ফেডারেশন। সরকারি আদেশপত্রে ৩৩ জনের নাম রয়েছে। ৩৩ জনের মধ্যে খেলোয়াড় ২৩ জন, কোচ ৩ জন ( প্রধান ,সহকারি ও ভিডিও ), ক্যাম্প কমান্ডার একজন, টিম কোঅর্ডিনেটর ও হেড অফ ডেলিগেট একজন। অনুশীলন সফরে দলের সঙ্গে তালিকায় রয়েছে চার জন পর্যবেক্ষকের নাম। 

এই চার পর্যবেক্ষকের একজন সাবেক জাতীয় হকি তারকা ও ফেডারেশনের সদস্য রফিকুল ইসলাম কামাল। বাকি তিন জন হচ্ছেন ফারহানা আহমেদ বৈশাখি, সুমাইয়া সাঈদ ও একেএম জহিরুল হক সাদ। এই তিন জন ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের পরিবারের সদস্য। হকি দলের এই সফরে অবশ্য রাষ্ট্রীয় কোনো ব্যয় নেই। পুরো সফরের ব্যয় বহন করবে হকি ফেডারেশন। 

সরকারি আদেশপত্র পাওয়ায় আগামীকালের মধ্যে ভারতের ভিসার জন্য আবেদন করবে হকি ফেডারেশন। ভারতের ভিসা পাওয়ার উপর নির্ভর করে সফরসূচি সাজাবেন কোচ মামুনুর রশীদ, ‘ভারতে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এই ম্যাচগুলো আমাদের মূল টুর্নামেন্টের জন্য অত্যন্ত সহায়ক হবে।’

এজেড/এফআই