অধিনায়ক সোহেল, বাংলাদেশের জার্সিতে তিনজনের অভিষেক
নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে নেই। ফলে সহ-অধিনায়ক সোহেল রানা দায়িত্ব পেয়েছেন অধিনায়কত্বের। মিডফিল্ডার সোহেলের অধিনায়কত্বের অভিষেকের পাশাপাশি জাতীয় দলে জার্সি গায়ে তোলার প্রথম অভিজ্ঞতা হচ্ছে তিন জনের। হাবিবুর রহমান সোহাগের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান রয়েল।
বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেনকে একাদশে সুযোগ দিয়েছেন কোচ জেমি ডে। গোলরক্ষকের দায়িত্ব দিয়েছেন পরীক্ষিত আনিসুর রহমান জিকোকে। করোনাকালীন সময়ে ফিফা পাঁচ জন খেলোয়াড় পরিবর্তনের সুযোগ দিয়েছে। ফলে দ্বিতীয়ার্ধে আরও পাঁচ জনকে কিছু সময়ের জন্য দেখতে পারেন কোচ জেমি ডে।
ম্যাচ শুরুর আগে আয়োজক আনফা দশ মিনিটের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এরপর নেপালের ক্রীড়ামন্ত্রী দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়ে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন করে। বাংলাদেশ ও কিরগিজস্তানের ম্যাচ হওয়ায় দশরথের গ্যালারি প্রায় শূন্য ম্যাচ শুরুর সময়েও।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রথম একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল ও মতিন মিয়া।
এজেড /এমএইচ
বিজ্ঞাপন