নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মঙ্গলবার কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ। জামাল ভূঁইয়ার অবর্তমানে অধিনায়কের দায়িত্বে আছেন সোহেল রানা। কাঠমান্ডুর দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হয়। 

ম্যাচসেরা সোহেল

মিডফিল্ডার সোহেল রানার বৃহস্পতি এখন তুঙ্গে। সম্প্রতি বিয়ে করেছেন। আজ ছিলেন অধিনায়ক। তার অধিনায়কত্বে শুরু করা ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। সোহেলের অধিনায়কত্বের সময়ে বাংলাদেশ গোলটি এসেছে। ৫৫ মিনিটে কোচ তাকে উঠিয়ে নিলেও ম্যাচের বিচারকরা সোহেলকে সেরার স্বীকৃতি দিয়েছে। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ২৫০ মার্কিন ডলার উপহার পেয়েছেন এই মিডফিল্ডার। 
এজেড /

অধিনায়কত্ব ফিরে পেলেন জামাল  

৫৫ মিনিটে কোচ জেমি ডে একসাথে তিনটি পরিবর্তন করলেন। মিডফিল্ডার জামাল ভূঁইয়া, ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি, রাকিব হোসেনকে নামান। তাদের পরিবর্তে সোহেল রানা, মাসুক মিয়া জনি ও অভিষিক্ত হাবিবুর রহমান সোহাগকে তুলে নেন। সোহেল একাদশে অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন। তাকে উঠিয়ে নেয়ায় মাঠেই জামালের হাতে আর্ম ব্যান্ড হস্তান্তর করা হয়। ম্যাচের ৬০ মিনিট চলছে। বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে। কিরগিজস্তানও দুই জন ফুটবলার বদলেছে। 

আত্মঘাতী গোলে এগিয়ে বাংলাদেশ

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে বাংলাদেশ। কিরগিজ যুবাদের কয়েক দফা পরীক্ষায় ফেলেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। ২৯ মিনিটে ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বক্সের মাঝে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার কুমারবাচ। পিছিয়ে পড়ার পরের মিনিটেই কাউন্টার অ্যাটাক করেছিল কিরগিজরা। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো সেভ করেন। এখন ম্যাচের প্রথমার্ধ চলছে। 

বাংলাদেশের প্রথম একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল ও মতিন মিয়া। 

এজেড/এমএইচ/এটি