জয়ের পরের দিনেই দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ইনজুরির জন্য দল থেকে ছিটকে গেছেন। কাল ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন। আজ সকালে হাসপাতালে তাকে এমআরআই করানো হয়। বিকেলের দিকে রিপোর্ট পায় টিম ম্যানেজম্যান্ট।

রিপোর্ট পাওয়ার পর ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘এমআরআই রিপোর্টে মাসেলে ইনজুরি ধরা পড়েছে। এখানকার ডাক্তারের পরামর্শ তাকে দুই সপ্তাহ বিশ্রামে রাখা হবে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার।’ 

বিশ্বনাথ ঘোষ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। রহমত মিয়া নেগেটিভ রিপোর্ট নিয়ে ঢাকায় রয়েছেন। বিশ্বনাথ ফিরে গেলেও নতুন কারো সুযোগ দেখছেন না ইকবাল, ‘আমরা ম্যানেজার মিটিংয়ে ২৩ জন ফুটবলারের নাম দিয়েছি। এক ম্যাচ শেষও হয়েছে। এখন আর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ নেই।’ 

কোচ জেমি ডে বিশ্বনাথ ঘোষের দেশে ফিরে যাওয়ার জন্য ব্যথিত হলেও চিন্তিত নন, ‘রাইট ব্যাকে আমাদের বিকল্প আছে৷ ইমন, রিমন দুই জনই খেলতে পারে। ইমনকে নেপাল ম্যাচে সুযোগ দেব।’ দুই সপ্তাহ বিশ্রাম নিলে জাতীয় দলের টুর্নামেন্ট তো বটেই, প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের শুরুতে না খেলার সম্ভাবনাই বেশি বিশ্বনাথ ঘোষের। 

এজেড/এটি/টিআইএস