মুজিববর্ষ ঢাকা মহানগরী টেবিল টেনিসের মেয়েদের লিগে শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী লিমিটেড। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত লিগে বিমানের কাছে হেরেছিল আবাহনী। টিটি লিগে এটি অষ্টম শিরোপা ক্লাবটির। 

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ সেটে পুলিশ ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আবাহনীর সোনম সুলতানা সোমা ৩-০ গেমে পুলিশের রহিমা খাতুনকে, ৩-০ গেমে পুলিশের সালেহা সেতুকে এবং সাদিয়া রহমান মৌ ৩-১ গেমে পুলিশের সালেহা সেতুকে হারান। পুলিশের নওরিন সুলতানা মাহি ৩-১ গেমে আবাহনীর সামান্তা হোসেন তুশীকে হারিয়ে একমাত্র সেটটি জেতেন। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম এবং সদস্য ও লিগ কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু উপস্থিত ছিলেন।

এজেড/টিআইএস