রিমন-মতিনের দুই রকম আনন্দ
মাত্র ১৭ বছর বয়স। এর মধ্যেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন ডিফেন্ডার রিমন হোসেন। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে তিনজন ফুটবলার প্রথমবার এই অভিজ্ঞতা অর্জন করলেও একমাত্র রিমন হোসেনকে কোচ খেলিয়েছেন পুরো ৯০ মিনিট।
এজন্য ম্যাচের পরের দিনও খানিক ঘোরের মধ্যে রয়েছেন এই ডিফেন্ডার, ‘আমার কাছে খুব ভালো লাগছে কোচ ৯০ মিনিট খেলিয়েছেন। ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি, দিয়েছি। সামনে আরও ভালো করার চেষ্টা করব।’ কোচও অভিষিক্ত রিমনের প্রশংসা করেছেন, ‘সে নতুন হিসেবে দারুণ খেলেছে। আগ্রহ ও চেষ্টাও অনেক।’
বিজ্ঞাপন
অন্য দিকে ফরোয়ার্ড মতিন মিয়া জাতীয় দলে ফিরেছেন অনেক দিন পর। মতিন মিয়া গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেননি। তবে দল জেতায় ও নিজে অনেক দিন পর দেশের জার্সি গায়ে দিতে পারায় তৃপ্তির ঢেকুর তুলছেন এই ফরোয়ার্ড, ‘গত কালকের ম্যাচ আমরা জিতেছি। ব্যক্তিগতভাবে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। শুধু আমি নই, দলের সবাই এটা করার চেষ্টা করেছে। অনেক দিন পর ম্যাচ তাই জয়ের দরকার ছিল। জয়ে শুরু করতে পারা স্বস্তির। সামনের ম্যাচেও ভালো কিছু করার চেষ্টা করব।’
কোচ জেমি ডে মতিন মিয়া সম্পর্কে বলেন, ‘সে অনেক দিন পর ফিরলেও দলের ছন্দের সাথে সামঞ্জস্য করতে পেরেছে। তার বাড়তি গতি সঞ্চারের সক্ষমতা আমাদের জন্য একটা শক্তি।’
বিজ্ঞাপন
বাংলাদেশ দল আজ বুধবার অনুশীলন করেনি। হোটেলের মধ্যেই জিম, সাতার ও হালকা স্ট্রেচিং করেছেন জামালরা। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে আনফা কমপ্লেক্সে বল নিয়ে ঘাম ঝড়াবেন জেমির শিষ্যরা।
এজেড/টিআইএস