ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর কোনো ফাইনালে মুখোমুখী আবাহনী-মোহামেডান। তাই ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কমতি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা মাঠে বসে উপভোগ করতে অনেক দর্শকও ঢাকা থেকে কুমিল্লায় এসেছেন। কিন্তু স্থানীয় দর্শক তুলনামূলক কমই দেখা যাচ্ছে গ্যালারিতে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হাজার দশেকের বেশি। গ্যালারির দুই অংশ আবাহনী-মোহামেডানে বিভক্ত করেছে বাফুফে। দুই দলের সমর্থকরা ক্লাবের পতাকা, জার্সি গায়ে জড়িয়ে এসেছে তারা। মোহামেডানের খেলা দেখতে ঢাকা থেকে বন্ধু-বান্ধবদের নিয়ে এসেছেন বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট যশ জায়েদী। এ রকম সংখ্যা মোহামেডানের বেশি পাওয়া গেছে আবাহনীর চেয়ে। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জৈষ্ঠের ভরদুপুরে। তাই অনেক সমর্থক কড়া রোদে স্টেডিয়ামমুখী হননি।  

ম্যাচের প্রথমার্ধে আবাহনী ২-০ গোলে এগিয়ে আছে৷ ফয়সাল আহমেদ ফাহিমের গোলে আবাহনী ১৫ মিনিটে লিড নেয়। দিন চারেক আগে এই ভেন্যুতে মোহামেডান ১-১ গোলে প্রিমিয়ার লিগে ড্র করেছিল আবাহনীর বিরুদ্ধে। আজ মোহামেডানকে সেইভাবে ম্যাচে পাওয়া যায়নি।
ম্যাচের ৪৩ তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে আবাহনী ২ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতি গেছে তারা।
 
এজেড/এইচজেএস