ছবি: সংগৃহীত

আবাহনী-মোহামেডানের ফেডারেল কাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়িয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল। দুই দলের সর্বশেষ ফাইনালটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল। ২০০৯ সালে টাইব্রেকারে সেই ফাইনালে মোহামেডান জিতেছিল৷ 

ফেডারেশন কাপের সাম্প্রতিক আসরগুলোর ফাইনাল নির্ধারিত সময়েই শেষ হয়েছে। অতিরিক্ত সময়ে সর্বশেষ গড়িয়েছিল ২০১৫ সালে শেখ জামাল ধানমন্ডি ও মুক্তিযোদ্ধার ম্যাচটি। এরপর আর ফেডারেশন কাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ায়নি। ফুটবল ফেডারেশনে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ফুটবল সংশ্লিষ্টদের মতে, সেটাই ফেডারেশন কাপের সর্বশেষ অতিরিক্ত সময়ের ম্যাচ। 

ফেডারেশন কাপের সর্বশেষ ফাইনালের টাইব্রেকারও আবাহনী-মোহামেডান দুই দলের মধ্যেকার ম্যাচে। ২০০৯ সালের পর আর ফাইনাল টাইব্রেকারে গড়ায়নি। আজ কুমিল্লায় অনুষ্ঠিত ফাইনালে প্রথমে আবাহনী ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর মোহামেডান ২-২ সমতা আনে। আবাহনী ৩-২ লীড নিলে অধিনায়ক দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডান ৩-৩ স্কোরলাইন করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয়।

এজেড/এইচজেএস