আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবলের সমস্যা স্কোরিং। ঘরোয়া ফুটবলের চলমান লিগে দেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল আবাহনীর এলিটা কিংসলের। ৯ গোল করেও সাফে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে এলিটা কিংসলেকে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা গত মার্চে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল। কোচ হ্যাভিয়ের সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচ রাখার পর তাকে সাফ ক্যাম্পেও ডেকেছিলেন। কিংস অ্যারেনায় চার দিন অনুশীলন শেষে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বাদ দিয়েছেন আবাহনীর এই ফরোয়ার্ডকে। 

কিংসলেকে বাদ দিলেও বসুন্ধরা কিংসের সুমন রেজাকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের। অথচ সুমন রেজা ঘরোয়া লিগে এবার কোনো গোলই করতে পারেননি। এরপরও কিংসলের বদলে সুমনকে নেয়ার কারণ সম্পর্কে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘টাফ কম্পিটিশন, ক্যাপাসিটি ও কোয়ালিটি এই তিন ক্যাটাগরি বিবেচনায় দল নির্বাচন করা হয়েছে।’ 

একজন ফরোয়ার্ডের মূল মানদন্ড স্কোরিং। সেই স্কোরিংয়ে এলিটা এগিয়ে থাকলেও হ্যাভিয়েরের ব্যাখ্যা, ‘প্রথম লেগের সঙ্গে দ্বিতীয় লেগের পারফরম্যান্সে তারতম্য রয়েছে।’

এতদিন পর্যন্ত সাফের ৩৫ সদস্যের ক্যাম্পেও ছিলেন এলিটা কিংসলে

কোচ হ্যাভিয়েরের পাশে বসে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। পুরো সংবাদ সম্মেলনে এলিটার বাদ পড়ার বিষয়টি ঘুরে-ফিরে এসেছে। অধিনায়ক জামালও এই বিষয়ে কোচের দিকেই বল ঠেলে দিয়েছেন, ‘বুঝতে পারছি আপনারা দল নিয়ে অনেক প্রশ্ন করছেন। কোচ খেলা দেখেছে এবং অনুশীলন করিয়েছে। সে যেটা ভালো মনে করেছেন তাদেরই নিয়েছে। এখন যারা রয়েছে তাদের নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে।’

সাফের জন্য হ্যাভিয়ের ক্যাবরেরা ৩৫ জনের প্রাথমিক তালিকা দিয়েছিলেন। সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে ৩০ জনের স্কোয়াড দিয়ে ক্যাম্প শুরু করেন তিনি। সেই ৩০ জন থেকে আরও সাতজন বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন। ইনজুরির জন্য ঘোষিত দল থেকে টুটুল হোসেন বাদশা ও রিমন হোসেন বাদ পড়েছেন। পারফরম্যান্স ও অন্যান্য বিবেচনায় বাদ পড়েছেন জনি, শ্রাবণ, সাজ্জাদ ও এলিটা কিংসলে।

বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড :

গোলরক্ষক : আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ।

ডিফেন্ডার : কাজী তারিক রায়হান, মেহেদী হাসান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, ঈশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা।

মিডফিল্ডার : সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ , মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান।

এজেড/এএইচএস