আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ১৫ জুন কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল (১০ জুন) সকালে কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন জামালরা। 

কম্বোডিয়ায় যাওয়ার আগে বাংলাদেশের ফুটবলাররা ভারতের ভিসা সংগ্রহ করেছে। চূড়ান্ত স্কোয়াডে থাকা দুই ফুটবলার বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সালের ভিসা এখনও হয়নি। রোববার তারা ভারতীয় দূতাবাস থেকে পাসপোর্ট পেলে ওই দিন রাতেই অথবা পরদিন (সোমবার) সকালে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘ভারতীয় দূতাবাসকে বাফুফের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ২১ জুন ডেলিভারি দেওয়ার কথা থাকলেও অনুরোধের প্রেক্ষিতে তারা গতকালই আমাদের পাসপোর্ট দিয়েছেন। যে তিনটি পাসপোর্ট এখনও পাইনি। প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করে আশা করি রোববারের মধ্যে সেগুলো পাওয়া যাবে।’ 

ভিসা দ্রুত পাওয়ার জন্য বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদও ব্যক্তিগতভাবে দূতাবাসে যোগাযোগ করেছেন।

আরও পড়ুন >> সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই সাফে বাংলাদেশ

আগামীকাল কম্বোডিয়ায় পৌঁছে বাংলাদেশ ১২ জুন একটি অনুশীলন ম্যাচ খেলবে স্থানীয় দলের সঙ্গে। ফিফা প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন। সেই ম্যাচ জিতেই ভারত রওনা হতে চান হ্যাভিয়ের, ‘অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। সুন্দর স্মৃতি নিয়েই কম্বোডিয়া থেকে ভারতে যেতে চাই।’

সাফে প্রথমবারের মতো ম্যানেজার হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য আমের খান। আগামীকাল দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি, ‘আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাইছি। গত কয়েকদিন গরমের মধ্যেই অনুশীলন হয়েছে এবং বেশ কয়েকজন ইনজুরিতেও ছিল। সবকিছু মিলিয়ে সবার দোয়া প্রয়োজন আমাদের।’

এজেড/এএইচএস