দলবদলে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতেই যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বছর পাঁচেক আগে প্রতিষ্ঠিত ক্লাবটি সকার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। মায়ামির এমন করুণ দশা নিয়ে মেসির সঙ্গে মজা করতে ছাড়লেন না সার্জিও আগুয়েরো। 

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি আছে এবার ইস্টার্ন কনফারেন্স গ্রুপে। সেখানে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে অবস্থান মেসির নতুন ক্লাবের। পয়েন্ট তালিকার তলানিতে থাকার স্ক্রিনশট পাঠিয়ে মেসির সঙ্গে মজা করেছেন আগুয়েরো। স্ক্রিনশটের ব্যাপারে আগুয়েরো ইএসপিএন আর্জেন্টিনাকে বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। তাকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার স্ক্রিনশট পাঠিয়েছিলাম এবং তাকে বললাম, তোমার দল অনেক পিছিয়ে। তোমাদের ৮,৯ নম্বরে উঠে আসতে হবে। আমার কথা শুনে সে বলল, আমরা প্লে অফ খেলব।’ 

১৬ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া মায়ামির হাতে আছে এখনো ১৮ ম্যাচ। মেসি দলের সঙ্গে যোগ দিতে পারেন ২১ জুলাই। ততদিনে লিগে মিয়ামির ম্যাচ থাকবে ১২টি। এ ম্যাচগুলোতে টেবিলের শীর্ষে পৌঁছে সাপোর্টার্স শিল্ডস জয় করে নেওয়া একেবারেই অসম্ভব। তবে আগামী নভেম্বর-ডিসেম্বরে এমএলএস  কাপের লড়াইয়ে থাকতে হলে তাদেরকে টেবিলের সেরা নয়ে ফিরতে হবে। আপাতত মেসির চ্যালেঞ্জ সেখানেই।
উল্লেখ্য, ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। এর মধ্যে ২৬টি দল যুক্তরাষ্ট্রের আর বাকি ৩ দল কানাডার। ২৯ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়, ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্সে। ইস্টার্ন কনফারেন্সে আছে ১৫টি দল। বাকি ১৪টি দল রয়েছে ওয়েস্টার্ন কনফারেন্সে। মেসির দল ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে।
এদিকে, আর্জেন্টাইন অধিনায়কের কাছে মায়ামির ম্যাচ টিকিটও চেয়েছেন আগুয়েরো। ইএসপিএন আর্জেন্টিনার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‘হ্যাঁ, সে মায়ামিতে যাচ্ছে। সে আমাকে সব জায়গায় অনুসরণ করতে বাধ্য করে (হাসি)। আমি তাকে বললাম আমাকে একটি টিকিট দিতে। সে বলল, ‘‘সব বিক্রি হয়ে গেছে, কোনো টিকিট নাই। আমি জানি না কি হচ্ছে।’

তবে আগুয়েরোকে ম্যাচ টিকিট সংগ্রহ করে দেবেন বলে কথা দিয়েছেন মেসি। এমনকি তা সামনের সারির। আগুয়েরোর ভাষায়, ‘অবশ্যই আমি যাচ্ছি এবং ওকে খেলতে দেখব। সেখানে (মায়ামি) পোকারের ওয়ার্ল্ড সিরিজও হয়। আমি যাব। যখন আপনি বেশি স্বাধীনতা নিয়ে খেলবেন সবকিছুই ভালো হবে।’

এফআই