সেমিতে ‘বিশ্বকাপ খেলা’ প্রতিপক্ষ বাংলাদেশের
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ বি গ্রুপে রানার্স আপ হয়েছে। ১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। ব্যাঙ্গালোরের কান্তারাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সাফে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরের দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েত সেমিফাইনালে উঠেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এবং ভারতই শেষ চারে জায়গা করে নিয়েছে।
বিজ্ঞাপন
সাফে অংশগ্রহণকারী আট দলের মধ্যে একমাত্র কুয়েতেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলেছিল কুয়েত। ঐ একবারই বিশ্বকাপ খেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বাংলাদেশ বিশ্বকাপ খেলা দেশটির সঙ্গেই সেমিফাইনালে খেলবে। ১ জুলাই টুর্নামেন্টের দু’টি সেমিফাইনালেই অনুষ্ঠিত হবে। রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত মুখোমুখি হবে লেবাননের। সপ্তাহ দেড়েক আগে এই দুই দল ভারতে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলেছিল। ভারত ২-০ গোলে লেবাননকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
এজেড/এইচজেএস
বিজ্ঞাপন