দীর্ঘ শিরোপা খরা কাটানোর দারুণ সুযোগ আজ বাংলাদেশের সামনে। টুর্নামেন্টের দুই ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র নিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। নেপালের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে আজ (সোমবার) মুখোমুখি জামাল ভুঁইয়ারা।

নেপালের বিপক্ষে ইতিহাস গড়ার দুয়ারে বাংলাদেশ। দীর্ঘ শিরোপা খরা কাটানোর মুহূর্তের সাক্ষী হতে পারেন আপনিও। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে ফাইনালটি সরাসরি সম্প্রচারিত হবে টি-স্পোর্টসে। বাংলাদেশ সময়ে বিকাল ৫-৪৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল।

নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে চলমান এই টুর্নামেন্টের শুরুটা কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়ে করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ারা। জেমি ডে’র দল অবশ্য এর আগে নেপালের বিপক্ষে কিরগিজস্তানের গোলশূন্য ড্রয়ের ম্যাচেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল। আর নেপালের বিপক্ষে ড্র বাংলাদেশকে সেরা দল বানিয়েই তুলে দিয়েছে ফাইনালে।

ত্রিদেশীয় ফুটবল ফাইনাল
নেপাল-বাংলাদেশ
সরাসরি, বিকাল ৫.৪৫টা
টি-স্পোর্টস