বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) গত ২৮ মে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গোলাম রব্বানী ছোটন। এরপর এক মাস কোচিং না করিয়ে বিশ্রামে ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক এই প্রধান কোচ। 

গত ২ জুলাই থেকে তিনি আবার কোচিং শুরু করেছেন। এবার একটু ভিন্ন মাত্রায় কাজ করার কথা জানিয়েছেন ছোটন, ‘আমি দুই মাসের জন্য সাময়িক ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলকে প্রশিক্ষণ করাচ্ছি। তারা পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলারদের নিয়েও দল গড়ছে। সেই দলের সাময়িক দায়িত্ব পালন করছি আমি।’

আরও পড়ুন >> ৩৬ দিন পর ছোটনের পদত্যাগ গ্রহণ

ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল বসুন্ধরা কিংসে নারী ফুটবল দলের কোচ হবেন ছোটন। সেটি গুঞ্জন হিসেবেই রয়েছে। তবে ছোটন এখন আর নারী ফুটবলে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। সাবিনা খাতুনদের সাবেক এই কোচ বলেন, ‘আমি ক্লাব কোচিং করাব। সেটা নারী-পুরুষ যে দলই হোক। সেটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ কিংবা যেকোনো স্তরের দলই হতে পারে।’

ছোটন দীর্ঘ সময় জাতীয় নারী ফুটবল দলের কোচ ছিলেন। বাফুফের চাকরি ছেড়ে দেওয়ায় এখন প্রতি মৌসুমেই দল খুঁজতে হবে তাকে। তবে এতে তেমন সমস্যা দেখছেন না দেশের এই শীর্ষ কোচ, ‘কোচদের জীবন এমনই। ভিন্ন পরিস্থিতি ও ভিন্ন দলে কোচিং করাতে আমি সবসময় প্রস্তুত থাকব। এ নিয়ে আমার কোনো দুঃচিন্তা নেই।’

এজেড/এএইচএস