ফাইল ছবি

কলকাতার সল্ট লেকে বাংলাদেশের ঢাকা আবাহনী লড়ছে ভারতের ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে। প্রথমার্ধ শেষে ম্যাচটি ১-১ গোলের সমতায় রয়েছে। 

ম্যাচের ১৭ মিনিটে সফরকারী আবাহনী লিড নেয়। কর্নার থেকে এক আক্রমণে মোহনবাগানের গোলরক্ষকের হাত ফস্কে বল বেরিয়ে যায়। এরপর আবাহনীর স্টুয়ার্ট কর্নওয়ালিস জালে পাঠাতে ভুল করেননি। 

পিছিয়ে পড়ে মোহনবাগান আবাহনীর উপর আক্রমণ বাড়াতে থাকে। জেসন কামিন্স, সাহালদের সমন্বয়ে মোহনবাগানের আক্রমণ ভালোই রুখে যাচ্ছিল আবাহনী। ৩৮ মিনিটে বাধ সাধে সুশান্তের ফাউল। বক্সের মধ্যে তিনি মোহনবাগান খেলোয়াড়কে ফাউল করলে রেফারি পেনাল্টির বাশি বাজান। আবাহনীর অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড কামিন্স গোল করে সমতা আনেন। 

ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা এক মৌসুম আগে বসুন্ধরা কিংসের হয়ে লাল কার্ড দেখেছিলেন এই মোহনবাগানের বিপক্ষেই। সেই কার্ডের জন্য এবার আবাহনীর হয়ে এএফসি কাপের প্রাথমিক পর্বে খেলতে পারেননি। আজ নেমেই আরেকটি ফাউল করে কার্ডের পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছেন।

ম্যাচে সমতা আনার পর মোহনবাগান আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিল। আবাহনী বিরতির আগে গোল পেয়ে যাচ্ছিল আরেকটি। কাউন্টার অ্যাটাকে আবাহনীর আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে।

এজেড/এইচজেএস