বাফুফের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবতে চান না জেমি
জেমি ডে
আজ রোববার সকালে লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও তার সহকারি স্টুয়ার্ট ওয়াটকিস। ছুটি কাটাতে নিজ দেশে যাওয়ার আগে বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের-এর সঙ্গে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট, বাফুফের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ফুটবলের নানা দিক নিয়ে কথা বলেছেন।
প্রশ্ন: নেপালে ফাইনালের পর আপনি বলেছিলেন,‘ ফাইনালেও খেলোয়াড় দেখেছি’। আজ (শনিবার ) সভার পর বাফুফে শীর্ষ কর্মকর্তারা বলেছে, ‘কোচ আমাদের বলেছে সে ফাইনালে সেরা একাদশই খেলিয়েছে।’ বিষয়টি একটু পরিস্কার করবেন?
বিজ্ঞাপন
জেমি: ফেডারেশনের সাথে আমার বেশ ভালো আলোচনা হয়েছে। আমি আমার অবস্থান ও ব্যাখ্যা দিয়েছি। তারাও আন্তরিকভাবে অনেক বিষয় জানতে চেয়েছে। ত্রিদেশীয় টুর্নামেন্ট ছাড়াও বিশ্বকাপ বাছাই নিয়েও অনেক আলোচনা হয়েছে।
প্রশ্ন: বিশ্বকাপ বাছাইকে আপনি সব সময় গুরুত্ব দিয়ে এসেছেন। বিশ্বকাপ বাছাইয়ের আগে ফেডারেশনের কাছে আপনার বিশেষ কোনো দাবি বা চাওয়া ছিল কি ?
বিজ্ঞাপন
জেমি: প্রাথমিক কিছু আলাপ আলোচনা হয়েছে। করোনা ও লকডাউনের জন্য বৈশ্বিক পরিস্থিতি ক্রমেই পরিবর্তিত হচ্ছে। ফলে এখনই চূড়ান্ত পরিকল্পনা সম্ভব না। আর কিছু দিন পর্যবেক্ষণের পর বলা যাবে।
প্রশ্ন: আপনার সঙ্গে বাফুফের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিল। দুই বছর চুক্তি নবায়ন করেছে। এরপরও এই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফল সেই সম্পর্কে খানিকটা চিড় ধরা পড়ছে বলে ধারণা করা হচ্ছে।
জেমি: আমাদের সাথে এখনো চুক্তি বিদ্যমান। ফলে এখনই আমি এটা নিয়ে ভাবতে চাই না। সামনের জুনে গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। সেখানেই আমার পূর্ণ মনোযোগ।
প্রশ্ন: ফেডারেশন আপনার ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট না হলেও টানা চার ম্যাচ বাংলাদেশ গোল খায়নি এই প্রশংসাও করেছে। কিন্তু শেষ চার ম্যাচে তো বাংলাদেশ গোলও তো করতে পারেনি।
জেমি: আমরা ডিফেন্সিভ ক্ষেত্রে উন্নতি করেছি। এটা অবশ্যই একটা তৃপ্তিদায়ক বিষয়ক। স্কোরিং সমস্যা বাংলাদেশে অনেকটা চিরতরই। সহসা যাচ্ছে না।
প্রশ্ন: এই সমস্যা সমাধানে এলিটা কিংসলে আপনার একটা সমাধান হতে পারে। কিন্তু আপনি বলেছেন লিগে পারফর্ম করে আসতে পারে। লকডাউন বা চলমান পরিস্থিতিতে দ্বিতীয় লেগ বিলম্ব হলে। এর আগেই জাতীয় দল বিশ্বকাপ বাছাইয়ের জন্য ডাকতে হলে কি করবেন?
জেমি: অনেক যদি-কিন্তুর বিষয় রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির উপর নির্ভর করছে। সবাইকে প্রমাণ করেই জাতীয় দলে আসতে হবে।
প্রশ্ন: সাম্প্রতিক সময়ে আপনি কোচ হিসেবে সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে যতটা জনপ্রিয় ছিলেন। এই ত্রিদেশীয় টুর্নামেন্টের পর খানিকটা সমালোচিত। প্রাথমিক দল ডাকা, একাদশ গঠন সব কিছু কি আপনি চাপ ও স্বার্থের উর্ধ্বে থেকে করতে পারছেন ?
জেমি: আমিই দল নির্বাচন ও একাদশ গড়ি। প্রধান কোচ হিসেবে এটাই আমার দায়িত্ব। অন্য কেউ যদি খেলোয়াড় নিতে বলত তাহলে আমি এই দায়িত্বে থাকতাম না।
প্রশ্ন: বাংলাদেশের কোচ হিসেবে আপনার পথচলা হয়ে গেল অনেক দিন। আপনার সামগ্রিক মূল্যায়ন কি?
জেমি: আমাদের বেশ কিছু অর্জন রয়েছে। আমাদের উন্নতিতে আমরা সন্তুষ্ট। আড়াই বছরে অনেক রেকর্ড গড়েছি আমরা। প্রথমবারের মতো এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ডে খেলা, ১৫ বছর পর দেশের বাইরে ফাইনাল সহ আরো অনেক বিষয় রয়েছে। সাফে ও বিশ্বকাপ বাছাইয়ে ভালো করাই এখন আমাদের লক্ষ্য।
এজেড/এটি