ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভাল-২০২০ এ রোববার (২৭ ডিসেম্বর) পুরুষদের দাবা ও মহিলাদের ক্যারম ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। বিএসজেএ এর কার্যালয়ে অনুষ্ঠিত দাবায় দৈনিক জাগরণ পত্রিকার ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম খান বাবু প্রথম, ডেইলি স্টারের রামিন তালুকদার দ্বিতীয় ও ঢাকা ট্রিবিউনের বিএম ফজলে রাব্বি মুন তৃতীয় হন। 

একই দিনে মহিলা ক্যারমে দৈনিক প্রভাত বেলা পত্রিকার মাকসুদা লিসা প্রথম, সামিনা রশ্নি দ্বিতীয় স্থান অধিকার করেন। তৃতীয় হন ডিবিসি নিউজ এর ফরিদা বখতেয়ারা। 

বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়াক আবু সাদাত, সদস্য সচিব আরাফাত জোবায়ের সহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এজেড/ এমএইচ