গত দুই দিন ফিফা-বাফুফের আর্থিক বিষয় নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ (বুধবার) এ বিষয়ে কথা বলেছেন। এ মাসের মধ্যে ফিফা বাফুফেকে আর্থিক বিষয়ের জন্য একজন কনসালটেন্ট (উপদেষ্টা) দিবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘সাম্প্রতি ফিফার অনুদান দিয়ে অনেক কথা হচ্ছে। এজন্য আমি সাধারণ সম্পাদকে বলেছি, ফিফার সঙ্গে যোগাযোগ করতে। ফিফা আমাদের জানিয়েছে এই মাসের মধ্যেই বাফুফেকে একজন উপদেষ্টা দেবে।’

উপদেষ্টার প্রয়োজনীয়তার কারণ ব্যাখ্যা করলেন সালাহউদ্দিন এভাবে, ‘আমরা অনেক সময় ফিফার কম্পালাইন্স বুঝি না। একজন কনসালটেন্ট দিলে আমরা এই বিষয়ে আরো ভালো কাজ করতে পারব। তখন আর ফিফার প্রশ্ন থাকবে না।’ 

সম্প্রতি গণমাধ্যমে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী চীফ ফিনানশিয়াল অফিসারের কাজে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এই বিষয়ে অনেকে অন্তর্দ্বন্দ্ব খুজলেও সভাপতি এতে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, ‘এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। এক সঙ্গে কাজ করতে গেলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। তারা এক সাথে বসলে হয়তো ঠিক হয়ে যাবে।’ 

ফিফা থেকে করোনা ফান্ড না পাওয়ায় নিয়মিত ফান্ড নিয়েও গণমাধ্যমে সংশয় প্রকাশ করা হয়। এই বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা ফিফার অনুদান নিয়মিতই পাচ্ছি। আজও একটি ফান্ড পেয়েছি।’ 

এজেড/টিআইএস