ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে। আজ (বৃহস্পতিবার) দুপুরে বাফুফে ভবনে স্বাধীনতা কাপের ভেন্যু ড্র অনুষ্ঠানে এটি নির্ধারণ হয়েছে। লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসানের উপস্থিতিতে অনুষ্ঠান হয় এই ড্র।

গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে। এবার স্বাধীনতা কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আরেকটি জেলা শহরে, আগামী ১৮ ডিসেম্বর। ফাইনালের মতো সেমিফাইনালের ভেন্যুও ঠিক করা হয়েছে। প্রথম সেমিফাইনাল গোপালগঞ্জ এবং আরেক সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের মধ্যে দু’টি কিংস অ্যারেনায়, একটি মুন্সিগঞ্জে আরেকটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে।

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে আবার কাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল। স্বাধীনতা কাপের শেষ গ্রুপ ম্যাচে আগামীকাল চট্টগ্রাম আবাহনী-বসুন্ধরা কিংস মুখোমুখি হবে। বসুন্ধরা কিংস আগামীকাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ও সেমিফাইনাল তারা হোম ম্যাচেই খেলতে পারবে। আজ ভেন্যু ড্রতে এটি দৈবচক্রে নির্ধারিত হয়েছে।

এজেড/এএইচএস