সুপার লিগ ছাড়ছে চেলসি-সিটি, হতে পারে বাতিলও
শুরুর আগেই সুপার লিগের ভাবনা মুখ থুবড়ে পড়ছে। ১২ দল থেকে ইতোমধ্যেই সুপার লিগ থেকে বেরিয়ে আসছে ইউরোপীয় পরাশক্তিরা। জানা গেছে, চেলসি, ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ সুপার লিগ থেকে বেরিয়ে আসার ব্যাপারে এগিয়ে গেছে অনেক দূর। নতুন করে সভাও ডাকা হয়েছে আজ রাতে, যেখানে আসতে পারে বাতিলের ঘোষণাও।
বিবিসি জানাচ্ছে, চেলসি ও ম্যানচেস্টার সিটি ইতোমধ্যেই ইউরোপিয়ান সুপার লিগ ছেড়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। পথে আছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদও। সুপার লিগের ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এলো এ খবর।
বিজ্ঞাপন
খবর এখানেই শেষ নয় অবশ্য। বার্সেলোনাও ভাবছে বেরিয়ে আসার কথা। ইতোমধ্যেই স্থানীয় একটি সূত্র জানাচ্ছে, বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার ভাবনাও তেমনই। তাদের কথা, সুপার লিগ চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য কোনো প্রকারের জরিমানার কথা উল্লেখ নেই। ফলে বিশাল অঙ্কের ঋণের মুখে থাকা বার্সেলোনাকে এ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। আর তাই ইউরোপিয়ান সুপার লিগ থেকে বেরিয়ে আসতে কোনো বাঁধা নেই দলটির।
যদিও অন্য কয়েকটা স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ক্লাবটির সোয়া এক লাখ সোশিওদের সিংহভাগের সমর্থন ছাড়া এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বার্সার। ফলে দুয়েকদিনের মধ্যেই আরও একবার গণভোটের আয়োজন হতে পারে কাতালুনিয়ায়।
বিজ্ঞাপন
সেটা অবশ্য অনেক দূরের বিষয়। ইতোমধ্যেই খবর আসছে, সুপার লিগের বাকি দলগুলো ইউরোপীয় সময় আজ রাতেই বসছে আলোচনায়, যেটা শেষেই আসার সম্ভাবনা আছে সুপার লিগের ধারণা বাতিল হওয়ার।
এনইউ/এসএসএইচ