একটা দলে উঠেছেন সাফল্যের চূড়ায়, আরেক দলে এসে ক্যারিয়ারের গতিপথ গেছে বদলে। ইনজুরিতে পড়ে একের পর এক ম্যাচ থেকেছেন মাঠের বাইরে। তবুও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-চেলসি মুখোমুখি হওয়ার আগে এইডেন হ্যাজার্ডই আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

৮৯ মিলিয়ন ইউরোতে হ্যাজার্ডকে দলে নিলেও ইনজুরির কারণে জিনেদিন জিদানের দলে স্থায়ীভাবে জায়গাই করতে পারেননি হ্যাজার্ড। গোল সংখ্যা মাত্র চারটি। তবে সর্বশেষ লিগ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে বদলি হিসেবে নেমে আশা জাগানিয়া পারফরম্যান্স ছিল তার। রিয়ালের সবচেয়ে বেশি সুযোগ তৈরি হয়েছিল তার পা থেকে।

চেলসির বিপক্ষে ম্যাচে পুরো ফিট থাকায় প্রথম একাদশে থাকতে পারেন হ্যাজার্ড। নিজের পুরোনো দলের বিপক্ষে নিজেকে মেলে ধরতে চাওয়ার ইচ্ছে তাই তার বেশিই থাকার কথা। চেলসি কোচ টমাস টুখেলও জানিয়েছেন, ‘হ্যাজার্ড সেরা খেলোয়াড়দের একজন, তার প্রতি সম্মান আছে আমাদের’।

২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। হ্যাজার্ডের ফেরার সঙ্গে দলটির জন্য সুসংবাদ আছে আরও একটি, এই ম্যাচে ফিরছেন টনি ক্রুস। ২০১২তে চ্যাম্পিয়ন্স লিগ জেতা চেলসি এরপর আর সেমিফাইনালে খেলতে পেরেছিল একবার। দলকে ফাইনালে তুলতে পারলে ৯ মাসের মাথায় দুই দলের হয়ে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবেন দলটির কোচ টুখেল।

অবাক করা বিষয় হচ্ছে, বিশ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে চেলসি খেললেও এখনো অবধি কখনো এই টুর্নামেন্টে রিয়ালের সঙ্গে দেখা হয়নি তাদের। 

পরিসংখ্যান কী বলে

রিয়াল মাদ্রিদ ও চেলসির মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯৮ সালে। ওই বার অবশ্য জিতেছিল ব্লুজরাই। ৮১ মিনিটে পয়েটের গোলে জয় পায় তারা। এর আগে ১৯৭১ সালের দুই দেখার একটিতে জিতেছিল চেলসি, অন্যটিতে ড্র করে দুই দল। 

নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ, দুইটিতে করেছে ড্র, হারেনি একটিতেও। তবে সর্বশেষ লিগ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ড্র তাদের পিছিয়ে দিয়েছে লিগ জেতার দৌড়ে। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে চেলসিও, তবে তারা হেরেছে একটিতে। সর্বশেষ ম্যাচে অবশ্য ওয়েস্ট হ্যামের বিপক্ষে এক গোলের জয় পেয়েছে তারা।

তারা বলেন

চেলসি এমন একটা দল যারা চ্যাম্পিয়ন্স লিগে তাদের কাজটা করেছে। এবং রিয়াল মাদ্রিদের মতোই সেমিফাইনালে যোগ্যভাবেই এসেছে। এটা খুব কঠিন, ব্যতিক্রমী খেলা হবে, চেলসির এই পর্যায়ের অনেক অভিজ্ঞতাও রয়েছে। আমাদের এখনো এই মৌসুমের এক মাস মতো বাকি আছে, যাই হোক না কেন, আমরা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে চাই।

-জিনেদিন জিদান, কোচ, রিয়াল মাদ্রিদ

আমরা আমাদের থেকে পাগলামী কোনো কিছু আশা করি না। কিন্তু আবার আমরা এখন সর্বোচ্চ পর্যায়ে আছি। আমাদের সামনে কঠিন ম্যাচ আছে, গুরুত্বপূর্ণ ম্যাচও আছে, তাই আমরা মনে করছি এই ম্যাচটা ভালো সময়ে হচ্ছে। আমরা ক্ষুধার্তের মতো খেলতে চাই। অবশ্যই নিজেদের মতো করে, এটাই আমাদের কৌশল।

-টমাস টুখেল, কোচ, চেলসি

দল কেমন হবে?

রিয়াল মাদ্রিদ

কোর্তোয়া, মিলিতাও, নাচো, ভারানে, কারভাহাল, কাসেমিরো, ক্রুস, মদ্রিচ, আসেন্সিও, ভিনিসিয়াস, বেনজেমা।

চেলসি

মেন্ডি, আজপিলিকুয়েতা, থিয়াগো সিলভা, রুদিগার, জেমস, চিলওয়েল, জর্জিনহো, কান্তে, মাউন্ট, ভার্নার, হ্যাভার্টজ।

এমএইচ/এটি