ফিরছে কোটি টাকার সুপার কাপ!
কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হয়ে কোটি টাকার চ্যাম্পিয়ন মানি সুপার কাপ করে ২০০৯ সালে চমক সৃষ্টি করেছিলেন। ২০১১ ও ১৩ সালের পর অবশ্য বাফুফে এই টুর্নামেন্ট আর আয়োজন করতে পারেনি। গত মৌসুমে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। তবে আজ লিগ কমিটির সভায় ২০২৪-২৫ মৌসুমে সুপার কাপের জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে।
লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা লিগের পর পরবতী মৌসুমে সুপার কাপের জন্য সময় বরাদ্দ রেখেছি। লিগের শীর্ষ চারটি দল নিয়ে সুপার কাপ করার পরিকল্পনা রয়েছে।’
বিজ্ঞাপন
চারটি দল নিয়ে সুপার কাপ করলে দলগুলো একে অন্যের সঙ্গে দুই বার মুখোমুখি হয়ে ফাইনাল খেলবে এমনই ফরম্যাট, ‘দল যেহেতু চারটি তাই স্বাভাবিক দুই বার করে খেলা হবে’ বলেন লিগ কমিটির চেয়ারম্যান।
বিজ্ঞাপন
সুপার কাপের মূল আকর্ষণ চ্যাম্পিয়ন দলের কোটি টাকার প্রাইজমানি। যদিও ২০১৩ সালে শুধু দেশি খেলোয়াড়দের এই টুর্নামেন্ট আয়োজন করে প্রাইজমানির অঙ্ক কমানো হয়েছিল। এক যুগ পর আবার সুপার কাপ ফিরলে প্রাইজমানি কোটি টাকাই থাকবে কিনা এমন প্রশ্নে লিগ কমিটির চেয়ারম্যান স্পন্সর প্রাপ্তির উপর প্রাইজমানির অঙ্ক নির্ভর করার কথা জানান।
চলমান লিগ শেষ হবে ২৯ মে। দুই দিন পরই ২০২৪-২৫ মৌসুমের দলবদল শুরু হবে। যা চলবে ১৯ আগস্ট পর্যন্ত। ক্লাবগুলো দেশি-বিদেশি উভয় খেলোয়াড় এই সময়ের মধ্যে নিবন্ধন করাতে পারবে। দলবদল কার্যক্রম শেষে সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ; অক্টোবর থেকে লিগ ও ফেডারেশন কাপ শুরু হয়ে এপ্রিলের দিকে শেষ করে মে মাসে সুপার কাপের জন্য স্লট রেখে এভাবে সূচি নির্ধারিত হয়েছে আজকের সভায়।
এশিয়ান ফুটবল কনফেডারেশন ক্লাব ফুটবল প্রতিযোগিতায় নতুন কাঠামো করেছে। সেই কাঠামোতে বাংলাদেশের কোন ক্লাব কোথায় খেলার সুযোগ পাবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে টুর্নামেন্টের সময় জানায় সেভাবে ঘরোয়া সূচি সাজানো হয়েছে, ‘আমরা এখনো জানি না আমাদের লিগ চ্যাম্পিয়ন কে এবং এএফসি কারা কোথায় খেলবে। তবে এএফসির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সূচি করেছি।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ চলমান থাকায় গত দুই মৌসুম লিগ ঢাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা পরিচালনা সম্ভবপর হবে। লিগ বঙ্গবন্ধুতে ফেরানো সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো আমাদের হাতে নেই। তাই বিদ্যমান ভেন্যুর ভিত্তিতেই আমরা আলোচনা করেছি। ক্লাবগুলো যদি কোনো ভেন্যু পরিবর্তন করতে চায় তারা লিগ শুরুর আগে সেই প্রক্রিয়া করবে।’
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস অ্যারেনা, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ স্টেডিয়ামের পাশাপাশি ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামও আগামী মৌসুমে যোগ হচ্ছে। চলমান মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে অ-১৬ ও অ-১৮ টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেব বাফুফে, কমলাপুর টাফর্ফের পাশাপাশি শেখ জামাল, ফর্টিজ, কিংসের অনুশীলন মাঠ ছাড়াও শারীরিক শিক্ষা কলেজ,পল্টন আউটার স্টেডিয়াম সম্ভাব্য তালিকায় রয়েছে।
এজেড/জেএ