অনেক আপত্তি ও প্রতিকূলতার মধ্যেও বাফুফে ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু করবেই। দ্বিতীয় লেগ শুরু করার মাত্র ২৪ ঘন্টা আগে ফিকশ্চার দিয়েছে বাফুফে। সেই ফিকশ্চারে রমজানের মধ্যেও রাত নয়টায় খেলা রয়েছে।

আগামীকাল প্রথম দিন ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেলের ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত নয়টায় শুরু হবে। এর পরের দিন শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটিও একই সময়ে। এই দুই দিনই দিনে তিনটি করে ম্যাচ রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দিনের অন্য দুইটি ম্যাচ বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়। রমজানের মধ্যে রাত নয়টায় লিগ শুরু।

ব্রাদার্স ইউনিয়ন ফিকশ্চারে খুবই হতাশ, ‘লিগ কমিটির চেয়ারম্যান গতকাল নিজে বলেছেন ব্রাদার্সের দাবি পুরোপুরি মানা সম্ভব না। তাদের খেলা কিছু দিন পর দেয়া হবে। চেয়ারম্যানের কথার প্রতিফলন নেই ফিকশ্চারে।’ -বলেন ম্যানেজার আমের খান। ব্রাদার্স এখনো ক্যাম্প শুরু করতে পারেনি। আগামীকাল ম্যাচে অংশ না নিলে লিগ থেকে অবনমিত হবে ব্রাদার্স ইউনিয়ন। খানিকটা বেগতিক অবস্থায় গোপীবাগের ক্লাবটি, ‘ক্লাবের অন্য পরিচালকদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। লকডাউনের পর এক সপ্তাহ সময় দেয়া হয়নি পাশাপাশি ব্রাদার্সের যৌক্তিক অনুরোধও রাখল না ফেডারেশন।’

২৮ এপ্রিল লিগের ফিকশ্চার দেয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। সেই ডেডলাইন ইতোমধ্যে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মিস করেছে। ঢাকা আবাহনীর এএফসি কাপের ম্যাচ নিয়ে এখনো দেন চলছে পাশাপাশি এক ভেন্যুতে লকডাউন চলাকালীন খেলার সিদ্ধান্তে ফিকশ্চার তৈরিতে জটিলতা হয়েছে। 

আবাহনীর এএফসি কাপের প্লে অফ এখনো ঠিক হয়নি। ৪ ও ৭ এপ্রিল আবাহনীর ম্যাচ রাখা হয়েছে। আবাহনী এএফসি কাপে খেললে সেই ম্যাচ দু’টো জুনে চলে যাবে। ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস হলেও সেই দিনও চলবে লিগ খেলা। ২-৩ মে আবার দুই দিনের বিরতি। ৪-৫ মে আবার দুই দিন তিনটি করে ম্যাচ। ৫ মে পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা রাখা হয়েছে। ৭ মে থেকে আবার ঢাকার বাইরে ভেন্যু দিয়ে ফিকশ্চার প্রকাশ করেছে বাফুফে। 

শুক্রবার থেকে দ্বিতীয় লেগ শুরু। ব্রাদার্স এখনো ক্যাম্পই শুরু করেনি। এটা যেমন চরম অপেশাদারিত্ব। লিগ শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে ফিকশ্চার দেয়াও খুব একটা পেশাদারি আচরণ নয়!

এজেড/এটি/এনইউ