বিতর্ক পেরিয়ে খেলতে আসছে ব্রাদার্স
অনেক আন্দোলন, বিদ্রোহের পর অবশেষে আজ (শুক্রবার) থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ খেলতে আসছে ব্রাদার্স ইউনিয়ন। আজ রাত নয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের বিরুদ্ধে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচ খেলতে ইতোমধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোপীবাগ ক্লাব প্রাঙ্গন থেকে রওনা হয়েছেন ফুটবলাররা।
চার বিদেশি ফুটবলারের সঙ্গে ১২ জন দেশি ফুটবলার নিয়ে এই ম্যাচ খেলতে হচ্ছে ব্রাদার্সকে। দেশি ফুটবলারদের অনেকে আজই মাত্র ক্যাম্পে এসেছেন। কোনো অনুশীলন ছাড়াই সরাসরি ম্যাচে নামতে হচ্ছে ক্লাবটিকে।
বিজ্ঞাপন
আজ ইফতারের পর ক্লাবে কয়েকজন পরিচালক জরুরি বৈঠকে বসেন। তাদের ন্যায্য দাবি সত্ত্বেও ফেডারেশন ৩০ এপ্রিলই রাত নয়টায় খেলা দেয়। এই ম্যাচ না খেললে ব্রাদার্স ইউনিয়নের প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে যেত। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই খেলতে আসছে গোপীবাগের দলটি।
তবে ব্রাদার্সের অন্যতম পরিচালক আমের খানের বলছেন, ‘লিগ কমিটির চেয়ারম্যান আমাদের ম্যাচ নিয়ে কী কমিটমেন্ট করেছিল আর ফিকশ্চারে কী হয়েছে। এ নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা শুধুমাত্র সভাপতি কাজী সালাউদ্দিন ভাইয়ের সম্মানার্থে আজ খেলতে যাচ্ছি।’
বিজ্ঞাপন
আমের খান নিজেও বাফুফের নির্বাহী সদস্য এরপরও তিনি লিগ কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গত প্রায় দুই সপ্তাহ যাবৎ প্রতিবাদ করে আসছিলেন। রমজানের সময় রাত নয়টায় খেলা না দেওয়ার অনুরোধও টেকেনি, ‘আমরা সর্বশেষ গতকাল এবং আজও ফেডারেশনকে চিঠি দিয়েছি। ম্যাচটি বডিলি শিফট করার জন্য। তারা কোনো কর্ণপাতই করিনি।’ বলেন আমের।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমের খান ব্রাদার্স ম্যাচ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদির বক্তব্য এবং তারাবি নামাজ নিয়ে একটি হাদীস উদ্ধৃত করে একটি স্ট্যাটাস দিয়ে নিজের ক্লান্তি প্রকাশ করেন।
এজেড/এমএইচ