‘নতুন চ্যালেঞ্জ’, ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৮ সালে যখন জুভেন্তাসে আসেন, তখন তুরিনের আকাশ-বাতাসে রীতিমতো আলোড়ন তুলেছিল তার এ কথাটা। কথাটা দিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগ বুঝিয়েছিলেন রোনালদো! টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতে দলে আসা খেলোয়াড়ের মুখে এমন কিছু তো আলোড়ন তোলারই কথা। সে লক্ষ্য তো পূরণ হয়ইনি, উল্টো অভ্যাস বানিয়ে ফেলা লিগটাও এবার জিততে ব্যর্থ হয়েছে জুভেন্তাস। গতকাল রাতে ইন্টার মিলান ক্রোতোনেকে ২-০ গোলে হারানোয় নিশ্চিত হয়েছে বিষয়টা।

২০১২ থেকে ২০২০; এই নয় বছরে জুভেন্তাস থেকে কেউ কখনো লিগ শিরোপা কেড়ে নিতে পারেনি। চলতি মৌসুমেও যে হবে সেটাই বা কে ভেবেছিল? যে দলে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা, তাদের থেকে! উল্টো লিওনেল মেসির বার্সেলোনাকে হারিয়ে যখন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে জুভেন্তাস, তখন অধরা চ্যাম্পিয়ন্স লিগটা জেতাও তো মনে হচ্ছিল খুব সম্ভব। 

তবে দ্বিতীয় রাউন্ডে এবার জুভেন্তাসের কপাল পুড়েছে পোর্তোর কাছে হেরে। তবে  আর সব বারের সঙ্গে এবারের পার্থক্য, আগে অন্তত ঘরোয়া আধিপত্য দলকে ইউরোপীয় ব্যর্থতার সান্ত্বনা হিসেবে কাজ করত। এবার সেটাও হচ্ছে না। নয় বছর পর লিগটা যে খুইয়ে বসেছে দল!

শুধু এখানেই জুভেন্তাসের দুর্দশার শেষ নেই। বর্তমানে দলটি আছে তালিকার পঞ্চম স্থানে। যদি এখানে থেকেই শেষ করে মৌসুম তাহলে আগামী মৌসুমে খেলা হবে না চ্যাম্পিয়ন্স লিগেও, খেলতে হবে ইউরোপা লিগে!

তার ওপর প্রায় ১০ বছর পর শিরোপাহীন মৌসুমও চোখ রাঙানি দিচ্ছে জুভেন্তাসকে। কোপা ইতালিয়ার ফাইনালে আগামী ১৯ মে রোনালদোরা মুখোমুখি হবেন আটালান্টার। বের্গামোর দলটিকে সেদিন হারাতে না পারলে ২০১০-১১ মৌসুমের পর আবারও শিরোপাহীন এক মৌসুম কাটাবে তুরিনের দলটি। এমন কিছুর জন্য নিশ্চয়ই রোনালদোকে দলে টানেনি জুভেন্তাস! 

এনইউ