বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ করোনার জন্য স্থগিত আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সরকারের নানা নিষেধের মধ্যে চললেও চ্যাম্পিয়নশিপ লিগ শুরুতে খানিকটা বিলম্ব করছে বাফুফে। আজ লিগ নিয়ে অনুষ্ঠিত সভায় লিগের দ্বিতীয় পর্ব ৩১ মে থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। 

কিছুটা বেশি বিরতি দিয়ে দ্বিতীয় লেগ শুরু হলেও কোরবানির ঈদের আগে শেষ করার অঙ্গীকার বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ‘ক্লাবগুলো চায় ঈদের আগে খেলা শেষ করতে। আমরা তাদের সেই দাবি অনুযায়ী ফিকশ্চার করব।’ 

চ্যাম্পিয়নশিপ লিগ অনুষ্ঠিত হয় কমলাপুর স্টেডিয়ামে। স্টেডিয়াম টার্ফ হওয়ায় প্রয়োজনে দিনে তিনটি ম্যাচ দেয়ার ইঙ্গিত সালামের, ‘সামনে বৃষ্টির মৌসুম। কোরবানি ঈদের আগে খেলা শেষ করতে আমরা প্রয়োজনে দিনে তিনটি খেলাও দিতে পারি।’ ৩১ মে দ্বিতীয় লেগের খেলা শুরু হওয়ায় মধ্যবর্তী দলবদলের সময়ও বাড়িয়ে ২৫ মে পর্যন্ত করা হয়েছে। 

চ্যাম্পিয়নশিপ শিগের ক্লাবগুলো আর্থিক অনটন অনেক। লিগের প্রথম পর্ব শেষ হলেও অংশগ্রহণ ফি পায়নি ক্লাবগুলো। আজকের সভায় ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে দ্রুত অংশগ্রহণ ফি দেয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ,  ‘আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাবগুলোকে অংশগ্রহণ ফি দেব। আজকের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।’

এজেড/এটি