বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে টানা তৃতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে কিংস ৫-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কিংস। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১২ নম্বরেই রয়েছে। 

ম্যাচের স্কোরলাইন ৫-১ হলেও প্রথমার্ধে ছিল ১-২। ব্রাজিলিয়ান ফার্নান্দেজ ২১ মিনিটে গোল করে ম্যাচে লিড এনে দেন কিংসকে। ৩৬ মিনিটে ব্রাদার্স ম্যাচে সমতা আনে। ব্রাদার্সের সমতা বেশিক্ষণ থাকেনি। বিরতির আগেই রবসনের গোলে পুনরায় লিড নেয় কিংস।
 
বিরতির পর আর ম্যাচে টিকতে পারেনি ব্রাদার্স। ৫৯ ও ৭৪ মিনিটে দেশি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ দুই গোল করে ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ৮০ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় কিংস। রবসনের নেয়া শট সরাসরি জালে জড়ায়। ম্যাচের বাকি সময় রবসন হ্যাটট্রিকের সুযোগ মিস করেন। 

আগামী পরশু দিন রোববার বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে মালের উদ্দেশে রওনা হবে। মালে যাওয়ার আগে লিগের শেষ ম্যাচে ফুটবলারদের পরখ করে নিয়েছেন কোচ অস্কার ব্রুজন। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী আজ একটি গোলে এসিস্ট করেছেন। অস্কারের পাশাপাশি জেমি ডের জন্যও সুখবর এটি। 

এজেড/এমএইচ