বারিধারায় আটকাল না পুলিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে বসুন্ধরা কিংস অনেকটাই নির্ভার। তারা নির্ভার হলেও রেলিগেশন এড়ানোর লড়াইটা ভালোই জমেছে। উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পয়েন্ট ৯। ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট পাঁচ ও আরামবাগের মাত্র এক।
বারিধারা ও মুক্তিযোদ্ধা রেলিগেশন জোনের উপর থাকলেও এখনো শঙ্কা কাটেনি পুরোপুরি। আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারা বাংলাদেশ পুলিশের সাথে লিড নিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে। এই জয়ে ১৫ ম্যাচে পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে আর সমান ম্যাচে বারিধারা ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারা ম্যাচে লিড নেয়। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বারিধারার ফরোয়ার্ড ফজিলভ। ম্যাচের বাকি সময়টুকু জুয়েলের ঝলক। ৭৪ ও ৮৬ মিনিটে জুয়েলের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ। জুয়েল জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেপাল সফরে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ
বিজ্ঞাপন