দারুন ছন্দে রয়েছে ঢাকা আবাহনী। আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারানোর পর আজ (শুক্রবার) রহমতগঞ্জের বিপক্ষে জিতেছে ৬-০ গোলে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এটি যৌথভাবে সবচেয়ে বড় জয় তো বটেই, পেশাদার লিগে ঢাকা আবাহনীরও দ্বিতীয় সর্বোচ্চ গোলের জয়। ঢাকা আবাহনীর এই জয়ে হাইতিয়ান বেলফোর্ট করেছেন হ্যাটট্রিক।

লিগে এটি পঞ্চম হ্যাটট্রিক। এই জয়ে আবাহনী ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শেখ জামালের সঙ্গে দ্বিতীয় স্থানে। শেখ জামালের একটি ম্যাচ কম। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে রয়েছে রহমতগঞ্জ।

ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আকাশি-হলুদ শিবির। এতটা চাপ নিতে পারেনি পুরোনো ঢাকার ক্লাবটি। যার প্রমাণ আত্মঘাতি গোল। ম্যাচে ২৭ মিনিটে রায়হানের বাড়ানো বলে রহমতগঞ্জের তাজিকিস্তানের ডিফেন্ডার খোরশেদ বেকনাজারোভের বুকে লেগে বল জালে জিড়য়ে যায় রহমতগঞ্জের জালে। 

মিনিট দশেক পর দুই বিদেশীর রসায়নে ব্যবধান বাড়ায় আবাহনী। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েলের বাড়ানো বলে একদম ফাঁকা জায়গায় ছিলেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট কারভেন্স। বল জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। ম্যাচের ৪৩ মিনিটে ফের রাফায়েল ও বেলফোর্ট রাসায়ন। রাফায়েলের আলতো ক্রস থেকে ঠান্ডা মাথায় হেডে বল জালে জড়ান সেই বেলফোর্ট। 

৬২ মিনিটে মামানু মিয়ার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে গোল করে হ্যাটট্রিক করেন এই হাইতিয়ান। তিনি লিগের পঞ্চম হ্যাটট্রিক ম্যান। এর আগে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে, শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড অবি মনেকে এবং বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভার হ্যাটট্রিক করেছিলেন।

ম্যাচে বাকি সময়ের ইতিহাস আকাশী হলুদ শিবিরের দুই ডিফেন্ডারের। মিনিট তিনেক পর সেই বেলফোর্টের সহায়তায় গোলের দেখা পান আাবহনীর ডিফেন্ডার মামুন মিয়া। ম্যাচের ৮৫ মিনিটে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটটি ঠুকে দেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি।
 
এজেড/এমএইচ