বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও এক রাউন্ড বাকি রয়েছে। এর আগেই জাতীয় ফুটবল দল ঘোষণা করেছেন ব্রিটিশ হেড কোচ জেমি ডে। আগামী সোমবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু। এজন্য আজই (বৃহস্পতিবার) জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। ৩৩ সদস্যের দলের মধ্যে ৫ জন রয়েছেন অনুর্ধ্ব ২৩ দলের। ২৮ জনের জাতীয় দলের মধ্যে একেবারে নতুন মুখ কেউ নেই। পুনরায় জাতীয় দলে ডাক পাওয়ার সংখ্যাই বেশি। 

গত বছর ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ডাক পেয়েছিলেন ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী। ইনজুরির জন্য ক্যাম্প থেকে ছিটকে যান তিনি। মাঝে তার ক্লাব কিংসের হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি এজন্য নেপাল সফরে ডাক পাননি। তবে বিশ্বনাথ ঘোষের ইনজুরি তাকে আবার জাতীয় দলের পথ সুগম করেছে। বিশ্বনাথ ইনজুরিতে থাকায় তাকে একাদশে সুযোগ দিয়েছেন কোচ অস্কার।

ক্লাবে ভালো পারফরম্যান্স করায় তাকে জাতীয় দলে আবার ডেকেছেন কোচ জেমি ডে। তারিক কাজীকে ডাকলেও অন্য দুই প্রবাসী মাহাদী হাসান ও নবাবকে বিবেচনায় আনেননি জেমি। মাহাদী অবশ্য গতকাল কিছুক্ষণ খেলার সুযোগ পেয়েছিলেন ক্লাবের হয়ে। 

তপু বর্মণ ইনজুরি থেকে ফেরায় তাকেও ডেকেছেন জেমি। কিংসের আরেক ফুটবলার তৌহিদুল আলম সবুজ গত দুই ম্যাচে তিন গোল করেও ডাক পাননি জাতীয় দলে।

বাংলাদেশের ৩৩ সদস্যের প্রাথমিক দল

বসুন্ধরা কিংস : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী।


আবাহনী : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), সোহেল রানা, সাদ উদ্দিন। সাইফ এসসি : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া।

মুক্তিযোদ্ধা : মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন।

শেখ রাসেল কেসি : আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), মো. আবদুল্লাহ।

চট্টগ্রাম আবাহনী : মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন। মোহামেডান : হাবিবুর রহমান সোহাগ।

শেখ জামাল : রেজাউল করিম।


উত্তর বারিধারা : সুমন রেজা। পুলিশ এফসি : মোহাম্মদ জুয়েল।

অনূর্ধ্ব-২৩ দলের ৫ ফুটবলার

উত্তর বারিধারা : মিতুল মারমা (গোলরক্ষক)। মোহামেডান : আতিকুজ্জামান। সাইফ এসসি : আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।

এজেড/এমএইচ