বলা হচ্ছে লা লিগার শিরোপা জিতবে কারা, নির্ধারিত হয়ে যাবে এই ম্যাচে। কেউ যদি এতে শতভাগ একমত নাও হন, তাহলেও পুরোপুরি ভিন্ন মত পোষণ করার সুযোগ খুব একটা নেই। অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে তাই চোখ সব মহলে। 

চলতি মৌসুমে লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে ত্রি ম্যান ব্যকলাইন নিয়ে খেলতে নামবে বার্সা। উপরে গ্রিজম্যান ও লিওনেল মেসি থাকবেন কাতালানদের ভরসা হয়ে। আর মিডফিল্ড সামলাবেন পাঁচজন।

অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য খেলতে নামছেন ৪-৪-২ ফর্মেশনে। ন্যু ক্যাম্পের একসময়কার তারকা লুইস সুয়ারেজ এই ম্যাচে থাকবেন মাদ্রিদের ক্লাবটির আক্রমণের মূল ভরসা হয়ে। 

বাংলাদেশ সময় 


 
বার্সেলোনা

স্টেগেন, 
মিনগুয়েজা, পিকে, লেংলেট, 
ডেস্ট, ডি ইয়ং, পেদ্রি, বুস্কেটস, আলবা,
মেসি, গ্রিজমান 

অ্যাটলেটিকো

অবলাক, 
সাভিচ, এরমোসো, লিনার, ফিলিপে 
ট্রিপিয়ের, কোকে,  কারাস্কো, ইয়োরেন্তে  
কোরেয়া, সুয়ারেজ।

এমএইচ