সাত গোলের ম্যাচে হারলেন জামাল ভূঁইয়ারা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) দ্বিতীয় লেগে ব্যর্থতা কাটছেই না সাইফ স্পোর্টিংয়ের। প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দুই হার এবার। আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরেছিল সাইফ স্পোর্টিং। এবার চট্টগ্রাম আবাহনীর কাছে কুপোকাত হল তারা।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে বন্দরনগরীর দলটি ৫-২ গোলে হারায় কর্পোরেট দলটিকে। কলকাতা মোহামেডানের হয়ে খেলে আসার পর দ্বিতীয় লেগ থেকে সাইফের হয়ে খেলা শুরু করেছেন জামাল ভূঁইয়া। সাইফের হয়ে দ্বিতীয় লেগে তিন ম্যাচে এখনো জিততে পারেননি জামাল।
বিজ্ঞাপন
তার মতো নতুন ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলও জয়ের দেখা পাননি। সব মিলিয়ে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।
চট্টগ্রাম আবাহনীর হয়ে মিডফিল্ডার রাকিব হোসেন দুটি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোচা ব্রিজোলারা, আইভরিকোস্টের মিডফিল্ডার দিদিয়ের ব্রোসো এবং মন্নাফ রাব্বি একটি করে গোল করেন। সাইফের হয়ে জন ওকোলি একাই দুই গোল শোধ দেন।
১৮ মিনিটে রাকিব চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল যাত্রা শুরু করেন। নয় মিনিট পর ম্যাচে সমতা আনেন সাইফের বিদেশি ফুটবলার জন ওকোলি। প্রথমার্ধ ১-১ স্কোরলাইনে শেষ হয়। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী একচেটিয়া খেলে। বিরতির দুই মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রাকিব। ব্রাজিলিয়ান নিক্সন ৬১ মিনিটে কোচ মারুফকে লিড এনে দেন।
বিজ্ঞাপন
তিন মিনিট পর আইভোরি কোস্টের দিদিয়ের আরেকটি গোল করলে সাইফ ম্যাচ থেকে ছিটকে যায়। ৬৮ মিনিটে কর্ণার থেকে ওকোলি আরেকটি গোল করে ম্যাচ ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আর প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি সাইফ। উল্টো ৮২ মিনিটে মান্নাফ রাব্বির গোলে প্রিমিয়ার লিগ ইতিহাসে তাদের সর্বোচ্চ গোল হজমের রেকর্ড নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং।
চট্টগ্রাম আবাহনী ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এবং ২৩ পয়েন্ট নিয়ে সাইফ সপ্তম স্থানে নেমে গেছে।
এজেড/এমএইচ