জাতীয় দলের দুই তারকা ফুটবলার সোহেল রানা ও মাহবুবুর রহমান সুফিল বিয়ে করেছেন সম্প্রতি। বিয়ের পর এটাই তাদের প্রথম ঈদ। বিয়ের পর প্রথম ঈদে স্ত্রীর সঙ্গে কাটানোর সুযোগ ছিল না দুই নববিবাহিত ফুটবলারের। অনেক নাটকীয়তার পর দু'জনই স্ত্রী ও পরিবারের সঙ্গে ঈদ করবেন। 

বসুন্ধরা কিংসের ফুটবলার সুফিলের তো দেশের বাইরে থাকার কথা ছিল ঈদের সময়। এএফসি কাপ না হওয়ায় এখন দেশেই আছেন। দেশে থাকলেও ঈদের সময় থাকার কথা জাতীয় দলের ক্যাম্পে। জাতীয় দলের ক্যাম্পে আকস্মিক স্থগিত হওয়ায় এবং ক্লাবের ছুটি পাওয়ায়  স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সময় পাচ্ছেন সুফিল, ‘১১ তারিখ শ্রীমঙ্গল এসেছি। এই সময় বাড়িতে আসার কথা ছিল না।’ পরিবারের সঙ্গে ঈদ করলেও মিস করছেন মালদ্বীপ সফর, ‘আমাদের জন্য খুব খারাপ হয়ে গেল টুর্নামেন্ট না হওয়ায়। চার দলের মধ্যে আমরাই সেরা হতাম। কারণ আমাদের প্রস্তুতি ছিল ভালো।’

সোহেল রানা ১০ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। তার স্ত্রী ঢাকাতেই থাকেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্প হচ্ছিল জাতীয় দলের। ক্যাম্প স্থগিত হওয়ায় বাসায় চলে গেছেন সোহেল। সোহেলও ঈদের পর প্রথম ঈদ স্ত্রী ও পরিবারের সঙ্গে করতে পারছেন। সোহেল রানা এই প্রসঙ্গে বলেন, ‘ঈদ ক্যাম্পেই করতে হবে। এ রকম মানসিক প্রস্তুতি ছিল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয় ঈদের আগে স্থগিত ক্যাম্প। তাই পরিবারের সঙ্গে করতে পারব।’

জাতীয় ফুটবল দলের এই সিনিয়র ফুটবলার আরও বলেন, ‘আমরা এখন দেশকে প্রতিনিধিত্ব করি। দেশের স্বার্থে পরিবার, স্ত্রীর সঙ্গ খানিকটা ত্যাগ করতেই হয়। আশা করি আমরা দেশকে ফুটবলের মাধ্যমে ভালো কিছুই দেব।’ সোহেলের স্ত্রী তামিলা সিরাজী বলেন, ‘খুব ভালো লাগছে সোহেল বাসায় ফিরছে। তবে ক্যাম্পে থাকলেও আমি মন খারাপ করতাম না। দেশের জন্য ও পরিবার এবং আমার থেকে দূরে থাকতো। এতটুকু ত্যাগ স্ত্রী হিসেবে আমি করতে প্রস্তুত।’

মাহবুবুর রহমান সুফিল বিয়ে করেছেন জাতীয় ক্রিকেটার জিন্নাত আছিয়াকে। কয়েক বছর প্রেমের পর তারা বিয়ে করেন। সোহেল রানা সৈয়দা তামিলা সিরাজীর (অনামিকা) সঙ্গে প্রেম করেছেন ছয় বছরের বেশি। এই বছর মার্চে তারা আনুষ্ঠানিকভাবে জুটি গড়েন। 

এজেড/এটি