‘বাংলাদেশি’ হামজার ঈদ শুভেচ্ছায় সিক্ত ওয়াহেদ
এখন বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত ফুটবলারের নাম বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। গতকাল (শনিবার) এফএ কাপের ফাইনালে তার দল লেস্টার সিটি চ্যাম্পিয়ন হওয়ার পর ফিলিস্তিনের পতাকা নিয়ে তিনি সংহতি প্রকাশ করেন। সেই ছবি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
সেই হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ওয়াহেদ আহমেদের। তিন দিন আগে ইংল্যান্ডে ঈদ উদযাপন হলো। ঈদে হামজা চৌধুরী ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ওয়াহেদকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হয়েছে এই শুভেচ্ছা বিনিময়।
বিজ্ঞাপন
ওয়াহেদ লন্ডনে স্থায়ী আবাস গড়েছেন বেশ কয়েক বছর। সাবেক জাতীয় ফুটবলার ওয়াহেদ লন্ডন থেকে বলেন, ‘মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার সঙ্গে আলাপ হয়। সে খুবই ব্যস্ত এরপরও মাঝে মধ্যে টুকটাক ভাব বিনিময় হয়। ঈদের দিন হঠাৎ দেখি তার বার্তা, ঈদ মোবারক।’
হামজা জানেন ওয়াহেদ বাংলাদেশ দলের সাবেক ফুটবলার। হামজার মা বাংলাদেশি। কোনও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের আন্তর্জাতিক অঙ্গনে এটাই সবচেয়ে বড় অর্জনের একটি। বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিতা মামুন অবশ্য রিও অলিম্পিকে জিমনাস্টিকসে স্বর্ণ জিতেছিলেন।
বিজ্ঞাপন
এজেড/এটি/টিআইএস