আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের দ্বৈরথ সুপারক্লাসিকো নামে পরিচিত। আজ (রোববার) রাতে মুখোমুখি হওয়ার কথা দুদলের। তার আগে করোনাভাইরাস পরীক্ষায় রিভার প্লেটের ১০ ফুটবলারের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ফুটবলাররা হলেন; নিকোলাস দে লা ক্রুজ, ব্রুনো জুকুলিনি, এনরিক বোলোনা, রাফায়েল সান্তোস বোরে, ফেদারিকো গিরোটি, পাওলো ডিয়াজ, রবার্ট রোজাস, গঞ্জালো মন্টিল, সান্তিয়াগো সায়মন এবং ফ্রাঙ্কো পেট্রোলি। দলটির গোলরক্ষক কোচ আলবের্তো মন্তেসের কোভিড-১৯ পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

রিভার প্লেটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রথম দফার টেস্টে কয়েক জন খেলোয়াড়ের পিসিআর টেস্টের ফল পজিটিভ আসায় শনিবার দলের বাকি সদস্যদের টেস্ট করোনা হয়। তাতেই এই ১০ জনের পজিটিভ আসে। তবে দলের বাকি সদস্যদের ফল নেগেটিভ এলেও রিভার প্লেট শনিবারের অনুশীলন বাতিল করে দেয়।

বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের সুপারক্লাসিকো আজ বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে মাঠে গড়ানোর কথা। তবে ১০ ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বিপাকে পড়েছে রিভার প্লেট। আক্রান্তদের মধ্যে অর্ধেকের শুরুর একাদশে খেলার সম্ভাবনা ছিল।

টিআইএস