তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল এখন বাংলাদেশে। রোববার সকালে ঢাকায় পা রেখে রাজধানীর কারওয়ান বাজারের একটি পাঁচতারকা হোটেলে উঠছে সফরকারীরা। সেখানে পৌঁছানোর পর করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন কুশল পেরেরারা। প্রথম পরীক্ষার ফল আজ (রোববার) রাতেই হাতে পাবে তারা। এরপর আরো দুদিনের কোয়ারেন্টাইন। দ্বিতীয় করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসলে আগামী ১৯ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা দল বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিনদিনে কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন।’

সঙ্গে যোগ করেন দেবাশিষ, ‘এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীননের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। মোট চারটি পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুদল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটি কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।’

এদিকে ঈদের ছুটি কাটিয়ে আবার অনুশীলনে ফিরতে শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অনেকেই ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়ায় ১৬ তারিখের অনুশীল ক্যাম্পে যোগ দিতে পারেননি। জানা গেছে, আগামী ১৮ মে থেকে আনুষ্ঠানিক অনুশীলন পর্ব শুরু হবে। তার আগে ২ বার করোনা পরীক্ষা শেষ করে জৈব সুরক্ষা বলে ঢুকবে টাইগাররা।

দেবাশিষ জানালেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও হবে, আগামীকালও হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ তারিখ। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

টিআইএস