ঢাকা আবাহনী লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই। তুলনামূলক অল্প বাজেটের শেখ জামাল ধানমন্ডি বসুন্ধরা কিংসের পিছু পিছু ছুটছিল। সেই শেখ জামাল ধানমন্ডি ঈদের আগে শেষ ম্যাচে আরামবাগের বিপক্ষে ৩-১ গোলে হেরে তারাও শিরোপা রেস থেকে সরে গেছে। ১৫ ম্যাচের পর এখন কিংসের সাথে তাদের পয়েন্টের পার্থক্য ১১। নিজেদের তাই আর শিরোপার দৌড়ে দেখছে না শেখ জামাল। দলের কোচ শফিকুল ইসলাম মানিক শিরোপা দেখতে পাচ্ছেন কিংসের হাতেই।

মানিক বলেন, ‘লিগের আর বাকি নয় ম্যাচ। এর মধ্যে চারটি ম্যাচ কিংস না হারলে বা আরো বেশি ম্যাচে পয়েন্ট না হারালে আমাদের আর সুযোগ থাকছে না। আরামবাগ ম্যাচের আগ পর্যন্ত আমরা ফাইটে ছিলাম। এখন আমরাও আবাহনীর মতো অবস্থানে চলে এসেছি।’ 

১৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে কিংস শীর্ষে ছিল। মানিকের শেখ জামালও ছিল অপরাজিত। ১৫তম ম্যাচে এসে দুর্বল আরামবাগের বিপক্ষে হেরে গিয়ে সব কিছু ওলটপালট। ওই ম্যাচের পর কোচ মানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। অনেক দিন পর আরামবাগ ম্যাচে হারের বেশ কিছু কারণ খুঁজে বের করেছেন মানিক।

ঈদের আগে শেষ রাউন্ডে শুধু শেখ জামালই নয় অনেক ক্লাবের ফুটবলার খেলার চেয়ে বাড়িতে কিভাবে যাবেন এই নিয়ে বেশি চিন্তিত ও মনোযোগী ছিলেন। কেউ কেউ আবার এককাঠি বেশি সরেস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলেই ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।  

শেখ জামালের সেই হারের ফলে এবারের লিগে শিরোপা লড়াই আর জমছে না। কিংসের চ্যাম্পিয়ন হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। কিংস আর পাচটি ম্যাচ জিতলে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হবে। আরও আগেও হতে পারে যদি আবাহনী, শেখ জামাল পয়েন্ট হারায়।

তবে আকর্ষণ হারাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রানার্স আপ আর রেলিগেশন অঞ্চলে লড়াইটা ঠিকই জমজমাট আছে এখনো। সে লড়াইটা কঠিনই হবে বলে মনে করছেন মানিক, ‘আমরা ও আবাহনী এখন সমান পয়েন্ট ও অবস্থান। আরও নয়টি ম্যাচ রয়েছে। আবাহনী এবং আমাদের উভয়ের বেশ কয়েকটি বড় ম্যাচ বাকি আছে। অনেক কিছুই হতে পারে। আবার অন্য দিকে মোহামেডানও ভালো করছে। চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ বেশি থাকলেও তারা খানিকটা আছে এ দৌড়ে। ফলে চারটি দল রানার্স আপ হওয়ার দৌড়ে রয়েছে’। 

চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে পড়লেও রানার্স আপের দৌড়ে নিজেদের আর পিছিয়ে রাখতে চান না মানিক। ২০ মে পর্যন্ত ঈদের ছুটি। ২১ মে থেকে আবার শুরু হবে অনুশীলন। 

এজেড/এনইউ